Cheapest Destination in Asia: সস্তায় বিদেশ ভ্রমণ! পুজোয় বা শীতে এই ৫ জায়গা রাখুন প্ল্যানে, এশিয়ার কয়েকটি সুন্দর স্থানের তালিকা রইল
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
Cheapest Destination in Asia: ছুটিটা কাজে লাগাতে হবে তো! ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার আগেই অবশ্য ছকে রাখতে হবে ভ্রমণের পরিকল্পনা। এশিয়ার কয়েকটি দুর্দান্ত জায়গার সন্ধান থাকল। ঘোরার জন্য পকেটের উপর তেমন চাপও পড়বে না।
advertisement
বুসান, দক্ষিণ কোরিয়া: সমুদ্রের উপকূলবর্তী এই শহরে রয়েছে মনোরম সমুদ্র সৈকত। শহুরে জীবন এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন তৈরি হয়েছে। আর এখানে রয়েছে দুর্দান্ত সব কাফে। ফলে সমুদ্র সৈকতে ঘুরে কিংবা কাফেতে বসে বই পড়তে পড়তে সৈকতের শোভা উপভোগ করা যেতে পারে। এখানে গড় ঘর ভাড়া পড়বে ১৫৮ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩১৪৯.৭৮ টাকা।
advertisement
advertisement
বাগুইও, ফিলিপিন্স: ঠান্ডা আবহাওয়ার এই শহর ‘সামার ক্যাপিটাল অফ দ্য ফিলিপিন্স’ নামে পরিচিত। এখানে ভ্রমণের খরচও কিন্তু খুব একটা বেশি নয়। মাইনস ভিউ পার্ক এবং ক্যাম্প জন হে আকর্ষণের মূল কেন্দ্র। সফট টোফু এবং ছোট ছোট মুক্তোর মিশ্রণে তৈরি স্থানীয় পানীয় তাহোর স্বাদ উপভোগ করতে ভুললে চলবে না! এখানে গড় ঘর ভাড়া পড়বে ৯৫ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৯০৬.৫১ টাকা।
advertisement
advertisement






