আকস্মিক বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত মালি, এখনও পর্যন্ত মৃত ১৫

Last Updated:
1/6
♦ ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ গতকাল বৃহস্পতিবার তুমুল বৃষ্টিপাতের জেরে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ ছবি: ট্যুইটার ৷
♦ ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ গতকাল বৃহস্পতিবার তুমুল বৃষ্টিপাতের জেরে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ ছবি: ট্যুইটার ৷
advertisement
2/6
♦ আর জেরে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে ভয়ানক বন্যার জেরে এখনও পর্যন্ত ১৫জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ ছবি: ট্যুইটার ৷
♦ আর জেরে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে ভয়ানক বন্যার জেরে এখনও পর্যন্ত ১৫জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ ছবি: ট্যুইটার ৷
advertisement
3/6
♦ সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বন্যায় বামাকোর বেশিরভাগ সড়ক ডুবে গিয়েছে ৷ তলিয়ে গিয়েছে দোকান-পাট-সহ বাড়ি-গাড়িও। ছবি: ট্যুইটার ৷
♦ সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বন্যায় বামাকোর বেশিরভাগ সড়ক ডুবে গিয়েছে ৷ তলিয়ে গিয়েছে দোকান-পাট-সহ বাড়ি-গাড়িও। ছবি: ট্যুইটার ৷
advertisement
4/6
♦ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র আমাদৌ স্যাঙ্গো বলেছেন, ‘বন্যায় রাজধানীর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সেখানে একটি সেতুও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে বেশ কিছু উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ছবি: ট্যুইটার ৷
♦ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র আমাদৌ স্যাঙ্গো বলেছেন, ‘বন্যায় রাজধানীর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সেখানে একটি সেতুও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে বেশ কিছু উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ছবি: ট্যুইটার ৷
advertisement
5/6
 ♦ স্থানীয় জনগণ বন্যায় ব্যাপক এই ক্ষয়-ক্ষতির জন্য স্থানীয় সরকারকেই দোষারোপ করছে। তাঁরা অভিযোগ করে বলছে, শহরজুড়ে রাস্তা-ঘাটে প্রচুর ময়লা-আবোর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ গুলোর কারণেই ড্রেন আটকে যাওয়ায় বৃষ্টির জল আর নেমে যেতে পারেনি। ছবি: ট্যুইটার ৷
♦ স্থানীয় জনগণ বন্যায় ব্যাপক এই ক্ষয়-ক্ষতির জন্য স্থানীয় সরকারকেই দোষারোপ করছে। তাঁরা অভিযোগ করে বলছে, শহরজুড়ে রাস্তা-ঘাটে প্রচুর ময়লা-আবোর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ গুলোর কারণেই ড্রেন আটকে যাওয়ায় বৃষ্টির জল আর নেমে যেতে পারেনি। ছবি: ট্যুইটার ৷
advertisement
6/6
♦ তবে আজ দুপুর নাগাদ জল  ধীরে ধীরে নেমে যাওয়ার কারণে শহরজুড়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। কিন্তু শহরের বেশ কিছু স্থানে এখনও গভীর কাদামাটি জমে রয়েছে। যা চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। ছবি: ট্যুইটার ৷
♦ তবে আজ দুপুর নাগাদ জল ধীরে ধীরে নেমে যাওয়ার কারণে শহরজুড়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। কিন্তু শহরের বেশ কিছু স্থানে এখনও গভীর কাদামাটি জমে রয়েছে। যা চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। ছবি: ট্যুইটার ৷
advertisement
advertisement
advertisement