Ambergris: আবর্জনা ভেবে ফেলে দিয়েছিলেন, ফের তা তুলে এনে কোটিপতি হলেন মহিলা! কী পেলেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Ambergris: ৪১ বছরের অ্যাইডা জুরিনা লং পেশায় মৎস্যজীবী। আর সেই সূত্রেই তিনি পেলেন মহার্ঘ সেই জিনিস। যা আসলে তিমি মাছের বমি।
জীবন যে এভাবেও বদলে যেতে পারে, ভাবেননি মালয়েশিয়ার এক মহিলা। হঠাৎ করেই তাঁর হাতে এসে যাবে এত মহার্ঘ জিনিস, এ কী আর কেউ আগে থেকে আন্দাজ করতে পারে! কী এমন জিনিস ওই মহিলা পেয়েছেন, যাতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি? ৪১ বছরের অ্যাইডা জুরিনা লং পেশায় মৎস্যজীবী। আর সেই সূত্রেই তিনি পেলেন মহার্ঘ সেই জিনিস।
advertisement
advertisement
সেটি স্থানীয় কয়েক জনকে দেখাতেই জানতে পারেন, এটির মূল্য আসলে কোটি-কোটি টাকা। আসলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুরিনা যা পেয়েছেন, তা আসলে তিমি মাছের বমি অর্থাৎ অ্যাম্বারগ্রিস (Ambergris)। এর দাম কয়েক কোটি টাকা। খুব শীঘ্রই অ্য়াম্বারগ্রিস পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞদের একটি দল। এরপরই এর প্রকৃত দাম জানা যাবে।
advertisement
advertisement