Ambergris: আবর্জনা ভেবে ফেলে দিয়েছিলেন, ফের তা তুলে এনে কোটিপতি হলেন মহিলা! কী পেলেন?

Last Updated:
Ambergris: ৪১ বছরের অ্যাইডা জুরিনা লং পেশায় মৎস্যজীবী। আর সেই সূত্রেই তিনি পেলেন মহার্ঘ সেই জিনিস। যা আসলে তিমি মাছের বমি।
1/5
জীবন যে এভাবেও বদলে যেতে পারে, ভাবেননি মালয়েশিয়ার এক মহিলা। হঠাৎ করেই তাঁর হাতে এসে যাবে এত মহার্ঘ জিনিস, এ কী আর কেউ আগে থেকে আন্দাজ করতে পারে! কী এমন জিনিস ওই মহিলা পেয়েছেন, যাতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি? ৪১ বছরের অ্যাইডা জুরিনা লং পেশায় মৎস্যজীবী। আর সেই সূত্রেই তিনি পেলেন মহার্ঘ সেই জিনিস।
জীবন যে এভাবেও বদলে যেতে পারে, ভাবেননি মালয়েশিয়ার এক মহিলা। হঠাৎ করেই তাঁর হাতে এসে যাবে এত মহার্ঘ জিনিস, এ কী আর কেউ আগে থেকে আন্দাজ করতে পারে! কী এমন জিনিস ওই মহিলা পেয়েছেন, যাতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি? ৪১ বছরের অ্যাইডা জুরিনা লং পেশায় মৎস্যজীবী। আর সেই সূত্রেই তিনি পেলেন মহার্ঘ সেই জিনিস।
advertisement
2/5
কী তা? দিন কয়েক আগে ওই মহিলা মাছ ধরতে গিয়ে সেখানে গোলাকৃতি একটা জিনিস পড়ে থাকতে দেখেন। প্রথমটা প্ল্যাস্টিকের আবর্জনার মতো দেখতে লাগছিল সেটি। পরে আবর্জনা ভেবেই তা ফেলেও দেন। পরের দিন যখন জুরিনা ফের মাছ ধরতে যান, তখন সেটি তাঁর ফের চোখে পড়ে। এবার একটু অন্যরকম মনে হতেই সেটি নিয়ে বাড়ি ফিরে আসেন।
কী তা? দিন কয়েক আগে ওই মহিলা মাছ ধরতে গিয়ে সেখানে গোলাকৃতি একটা জিনিস পড়ে থাকতে দেখেন। প্রথমটা প্ল্যাস্টিকের আবর্জনার মতো দেখতে লাগছিল সেটি। পরে আবর্জনা ভেবেই তা ফেলেও দেন। পরের দিন যখন জুরিনা ফের মাছ ধরতে যান, তখন সেটি তাঁর ফের চোখে পড়ে। এবার একটু অন্যরকম মনে হতেই সেটি নিয়ে বাড়ি ফিরে আসেন।
advertisement
3/5
সেটি স্থানীয় কয়েক জনকে দেখাতেই জানতে পারেন, এটির মূল্য আসলে কোটি-কোটি টাকা। আসলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুরিনা যা পেয়েছেন, তা আসলে তিমি মাছের বমি অর্থাৎ অ্যাম্বারগ্রিস (Ambergris)। এর দাম কয়েক কোটি টাকা। খুব শীঘ্রই অ্য়াম্বারগ্রিস পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞদের একটি দল। এরপরই এর প্রকৃত দাম জানা যাবে।
সেটি স্থানীয় কয়েক জনকে দেখাতেই জানতে পারেন, এটির মূল্য আসলে কোটি-কোটি টাকা। আসলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুরিনা যা পেয়েছেন, তা আসলে তিমি মাছের বমি অর্থাৎ অ্যাম্বারগ্রিস (Ambergris)। এর দাম কয়েক কোটি টাকা। খুব শীঘ্রই অ্য়াম্বারগ্রিস পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞদের একটি দল। এরপরই এর প্রকৃত দাম জানা যাবে।
advertisement
4/5
কিন্তু জুরিনার কুড়িয়ে পাওয়া ওই অ্যাম্বারগ্রিসের আকার দেখে মনে করা হচ্ছে যে, এর দাম কয়েক কোটি টাকা হতে পারে। উল্লেখ্য, তিমির এই বমি  দামী সুগন্ধী তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।
কিন্তু জুরিনার কুড়িয়ে পাওয়া ওই অ্যাম্বারগ্রিসের আকার দেখে মনে করা হচ্ছে যে, এর দাম কয়েক কোটি টাকা হতে পারে। উল্লেখ্য, তিমির এই বমি দামী সুগন্ধী তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।
advertisement
5/5
এর আগেও নানা জায়গায় বহু সাধারণ মানুষ তিমি মাছের বমি পেয়ে কোটিপতি হয়ে গিয়েছেন, সেই তালিকায় নতুন সংযোজন মালয়েশিয়ার এই মহিলা মৎস্যজীবী।
এর আগেও নানা জায়গায় বহু সাধারণ মানুষ তিমি মাছের বমি পেয়ে কোটিপতি হয়ে গিয়েছেন, সেই তালিকায় নতুন সংযোজন মালয়েশিয়ার এই মহিলা মৎস্যজীবী।
advertisement
advertisement
advertisement