Heatwave in Europe & USA: রেকর্ড ভাঙা গরম, তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, আমেরিকা! শীতপ্রধান দেশে ফ্যান, এসি কেনার হিড়িক

Last Updated:
Heatwave in Europe & USA: যে শীতপ্রধান দেশে পাখা বা শীতাতপ যন্ত্র ছিল স্বপ্নাতীত, সেখানেই এখন এই যন্ত্রগুলি কেনার হিড়িক পড়ে গিয়েছে৷
1/8
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ ও আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল৷ অসহ্য তাপমাত্রায় হাঁসফাঁস করছেন স্থানীয় মানুষ৷ এমনই উলটপুরাণ ছবি, যে শীতপ্রধান দেশে পাখা বা শীতাতপ যন্ত্র ছিল স্বপ্নাতীত, সেখানেই এখন এই যন্ত্রগুলি কেনার হিড়িক পড়ে গিয়েছে৷
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ ও আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল৷ অসহ্য তাপমাত্রায় হাঁসফাঁস করছেন স্থানীয় মানুষ৷ এমনই উলটপুরাণ ছবি, যে শীতপ্রধান দেশে পাখা বা শীতাতপ যন্ত্র ছিল স্বপ্নাতীত, সেখানেই এখন এই যন্ত্রগুলি কেনার হিড়িক পড়ে গিয়েছে৷
advertisement
2/8
ইউরোপে ভূমধ্যসাগরীয় দেশগুলিতে চরমে হাঁসফাঁস অবস্থা৷ মধ্য ও দক্ষিণ ইতালির রোম ও ফ্লোরেন্স-সহ ২০ টি শহরে তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ আবহবিদদের পূর্বাভাস বলছে, বুধবার ইতালির সার্ডিনিয়াতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে৷
ইউরোপে ভূমধ্যসাগরীয় দেশগুলিতে চরমে হাঁসফাঁস অবস্থা৷ মধ্য ও দক্ষিণ ইতালির রোম ও ফ্লোরেন্স-সহ ২০ টি শহরে তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ আবহবিদদের পূর্বাভাস বলছে, বুধবার ইতালির সার্ডিনিয়াতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে৷
advertisement
3/8
তাপপ্রবাহের সতর্কতা স্পেনেও৷ সেখানেও কোনও কোনও অংশে তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে৷ গ্রিসের পর্যটন প্রিয় স্থানগুলিতে তাপমাত্রার পারদ পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷ বন্ধ রাখা হয়েছে আথেন্সের ঐতিহাসিক অ্যাক্রোপলিস৷
তাপপ্রবাহের সতর্কতা স্পেনেও৷ সেখানেও কোনও কোনও অংশে তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে৷ গ্রিসের পর্যটন প্রিয় স্থানগুলিতে তাপমাত্রার পারদ পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷ বন্ধ রাখা হয়েছে আথেন্সের ঐতিহাসিক অ্যাক্রোপলিস৷
advertisement
4/8
তাপপ্রবাহে পুড়ছে আমেরিকাও৷ সে দেশের একাধিক অংশে তাপমাত্রা পৌঁছেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে৷ ক্যালিফর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে নতুন রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কা আবহবিদদের৷ তবে সেখানে উষ্ণতার রেকর্ড অনুভব করতে আবার ভিড় করেছেন পর্যটকরা৷
তাপপ্রবাহে পুড়ছে আমেরিকাও৷ সে দেশের একাধিক অংশে তাপমাত্রা পৌঁছেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে৷ ক্যালিফর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে নতুন রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কা আবহবিদদের৷ তবে সেখানে উষ্ণতার রেকর্ড অনুভব করতে আবার ভিড় করেছেন পর্যটকরা৷
advertisement
5/8
অষ্টাদশ শতক থেকে পরিমাপ করা হচ্ছে তাপমাত্রার রেকর্ড৷ তার পর থেকে এত দগ্ধ গ্রীষ্মকালের অভিজ্ঞতা হয়নি ইউরোপবাসীর৷ ধারণা আবহবিদদের৷ পূর্বাভাস, লাগাতার তাপপ্রবাহ চলবে আমেরিকা ও ইউরোপে৷
অষ্টাদশ শতক থেকে পরিমাপ করা হচ্ছে তাপমাত্রার রেকর্ড৷ তার পর থেকে এত দগ্ধ গ্রীষ্মকালের অভিজ্ঞতা হয়নি ইউরোপবাসীর৷ ধারণা আবহবিদদের৷ পূর্বাভাস, লাগাতার তাপপ্রবাহ চলবে আমেরিকা ও ইউরোপে৷
advertisement
6/8
গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাবানল৷ গ্রিস, সুইৎজারল্যান্ড-সহ ইউরোপের একাধিক দেশ বিপর্যস্ত দাবানলের লেলিহান শিখায়৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করা হচ্ছে দাবানলের৷
গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাবানল৷ গ্রিস, সুইৎজারল্যান্ড-সহ ইউরোপের একাধিক দেশ বিপর্যস্ত দাবানলের লেলিহান শিখায়৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করা হচ্ছে দাবানলের৷
advertisement
7/8
রেকর্ড গরম এবং দাবালনের প্রভাবে বিধ্বস্ত ইউরোপের পর্যটন ব্যবস্থাও৷ ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফ্রান্স, গ্রিস, ইতালিতে কমে গিয়েছে পর্যটন ব্যবস্থা৷ পর্যটকরা চলে যাচ্ছেন ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, বুলগেরিয়া, আয়ারল্যান্ডের মতো অপেক্ষাকৃত শীতল স্থানগুলিতে৷
রেকর্ড গরম এবং দাবালনের প্রভাবে বিধ্বস্ত ইউরোপের পর্যটন ব্যবস্থাও৷ ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফ্রান্স, গ্রিস, ইতালিতে কমে গিয়েছে পর্যটন ব্যবস্থা৷ পর্যটকরা চলে যাচ্ছেন ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, বুলগেরিয়া, আয়ারল্যান্ডের মতো অপেক্ষাকৃত শীতল স্থানগুলিতে৷
advertisement
8/8
প্রশান্ত মহাসাগরে ক্রমে তীব্র হচ্ছে এল নিনো পরিস্থিতি৷ ফ্লোরিডা লাগোয়া অঞ্চলে অতলান্তিক মহাসাগরে তাপমাত্রা পৌঁছেছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াসে৷
প্রশান্ত মহাসাগরে ক্রমে তীব্র হচ্ছে এল নিনো পরিস্থিতি৷ ফ্লোরিডা লাগোয়া অঞ্চলে অতলান্তিক মহাসাগরে তাপমাত্রা পৌঁছেছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াসে৷
advertisement
advertisement
advertisement