Elon Musk Affair: ন'টি বাচ্চার বাবা এলন মাস্ক! সবার আলাদা আলাদা মা!

Last Updated:
Elon Musk Affairs: ৯ জন বাচ্চার বাবা তিনি। বিশ্বের অন্যতম ধনী মানুষের জীবনে বিতর্কের শেষ নেই।
1/6
'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এলন মাস্ক এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের মধ্যে সম্পর্ক রয়েছে। সেই কারণে ব্রিন ও শানাহানের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে চলেছে। এখনও পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে কেউই এই প্রতিবেদনের পর প্রতিক্রিয়া জানাননি। তবে মাস্ক টুইটারে এই দাবি উড়িয়ে দিয়েছেন।
'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এলন মাস্ক এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের মধ্যে সম্পর্ক রয়েছে। সেই কারণে ব্রিন ও শানাহানের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে চলেছে। এখনও পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে কেউই এই প্রতিবেদনের পর প্রতিক্রিয়া জানাননি। তবে মাস্ক টুইটারে এই দাবি উড়িয়ে দিয়েছেন।
advertisement
2/6
এলন মাস্কের অনেক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। এ পর্যন্ত তাঁর জীবনের ছটি বিষয় বিশ্বের সামনে এসেছে। তিনি তিনবার বিয়ে করেছেন। তার মধ্যে একই মেয়েকে দুবারও বিয়ে করেছেন।
এলন মাস্কের অনেক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। এ পর্যন্ত তাঁর জীবনের ছটি বিষয় বিশ্বের সামনে এসেছে। তিনি তিনবার বিয়ে করেছেন। তার মধ্যে একই মেয়েকে দুবারও বিয়ে করেছেন।
advertisement
3/6
এলন মাস্কের বান্ধবীদের তালিকায় সবচেয়ে কম বয়সী নাতাশা। তিনি বিশ্বের অন্যতম বিলিয়নেয়ারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। অ্যাম্বার হার্ড এবং ব্রিটিশ অভিনেত্রী তালুলাহ রিলিও মাস্কের বান্ধবীর তালিকায় রয়েছেন। এলন মাস্ক গত বছর গ্রিমসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছিলেন।
এলন মাস্কের বান্ধবীদের তালিকায় সবচেয়ে কম বয়সী নাতাশা। তিনি বিশ্বের অন্যতম বিলিয়নেয়ারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। অ্যাম্বার হার্ড এবং ব্রিটিশ অভিনেত্রী তালুলাহ রিলিও মাস্কের বান্ধবীর তালিকায় রয়েছেন। এলন মাস্ক গত বছর গ্রিমসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছিলেন।
advertisement
4/6
এলন মাস্ক এবং নাতাশা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে একে অপরকে ডেট করছেন। এর আগে আমেরিকাতেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।২০২১ সালের সেপ্টেম্বরে মাস্ক এবং গ্রিমস আলাদা হয়ে যান। এর পর প্রাক্তন বান্ধবী গ্রিমস ডিসেম্বরে সারোগেটের মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
এলন মাস্ক এবং নাতাশা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে একে অপরকে ডেট করছেন। এর আগে আমেরিকাতেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।২০২১ সালের সেপ্টেম্বরে মাস্ক এবং গ্রিমস আলাদা হয়ে যান। এর পর প্রাক্তন বান্ধবী গ্রিমস ডিসেম্বরে সারোগেটের মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
advertisement
5/6
এলন মাস্ক ৯টি বাচ্চার বাবা। আর প্রতিটি সন্তানের মা আলাদা আলাদা।
এলন মাস্ক ৯টি বাচ্চার বাবা। আর প্রতিটি সন্তানের মা আলাদা আলাদা।
advertisement
6/6
কয়েকদিন আগে জানা গিয়েছিল, এলন মাস্কের কোম্পানিতে কর্মরত মহিলা অফিসার শিভন জিলিস দুটি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই বাচ্চাদেরও বাবা এলন মাস্ক বলে জানা গিয়েছিল।
কয়েকদিন আগে জানা গিয়েছিল, এলন মাস্কের কোম্পানিতে কর্মরত মহিলা অফিসার শিভন জিলিস দুটি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই বাচ্চাদেরও বাবা এলন মাস্ক বলে জানা গিয়েছিল।
advertisement
advertisement
advertisement