দুটি ওষুধের মিশ্রণেই করোনা সারার সম্ভাবনা! মার্কিন ডাক্তারদের বড় সাফল্য
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এই দুটি ওষুধই বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে৷ কিন্তু দুটি ওষুধের মিশ্রণ করে চিকিত্সা এই প্রথম৷
advertisement
advertisement
advertisement
কোলিয়ার লিখছেন, 'Covid-19-এর যা ধরন, গবেষণাগারের ডেটা অনুযায়ী, হাইড্রোক্লোরোকুইনে কাজ হওয়া উচিত৷' দ্বিতীয় ওষুধটি হল, অ্যাজিথ্রোমাইসিন৷ ফ্রান্সে ৫৭ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, হাইড্রোক্লোরোকুইনে কাজ হচ্ছে৷ অ্যাজিথ্রোমাইসিন ছাড়াই৷ কিন্তু ৬ জন রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে, ষষ্ঠ দিনে অ্যাজিথ্রোমাইসিন ও হাইড্রোক্লোরোকুইনে করোনা নেগেটিভ৷ তবে এই দুটি ওষুধের মিশ্রণে কেন এত ভালো কাজ দিচ্ছে, তা এখনও বোঝা যাচ্ছে না৷
advertisement