Trump on tariff: ভারতকেও ছাড়ল না! ‘ওদেরও মূল্য দিতে হবে...,’ এত বন্ধুত্ব তা-ও চাপাচ্ছে ১০% অতিরিক্ত শুল্ক? ইন্ডিয়াকেও ট্রাম্পের ট্যারিফ হুমকি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ট্রাম্প জানিয়েছে, ১০% সারচার্জ সেইসব দেশগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা আনুষ্ঠানিকভাবে ব্রিকস-এ যোগদান করছে বা সক্রিয়ভাবে নিজেদেরকে সংযুক্ত করছে।
advertisement
মঙ্গলবার ট্রাম্প তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়ে দাবি করেন, আমেরিকার ক্ষতি করার জন্য, ডলারকে দুর্বল করার জন্যই তৈরি হয়েছিল ব্রিকস৷ তিনি আমেরিকার ক্ষতি কিছুতেই হতে দেবেন না৷ খুব শীঘ্রই ‘ব্রিকস্’-এর সদস্য দেশগুলিকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে! তাঁর দাবি,‘‘যদি তারা ব্রিকস্-এ থাকে তবে অবশ্যই তাদের ১০ শতাংশ শুল্ক দিতে হবে। আমাদের ক্ষতি করা, ডলারের অবক্ষয় ঘটানোর জন্য ব্রিকস্ তৈরি হয়েছিল।’’
advertisement
advertisement
বিশ্বব্যাপী অর্থায়নে ডলারের আধিপত্য রক্ষার প্রতি তাঁর অঙ্গীকার আবার করে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন, "ডলারই রাজা। আমরা এটাকে এভাবেই ধরে রাখব। যদি কেউ বিষয়টাকে চ্যালেঞ্জ করতে চায়, তারা তা করতে পারে। কিন্তু তাদের এর জন্য বড় মূল্য দিতে হবে। আমার মনে হয় না তাদের কেউই সেই মূল্য দিতে চায়।"
advertisement
advertisement
advertisement