Donald Trump Disease: Donald Trump Disease: পা ফুলে টইটম্বুর...শিরার জটিল রোগ ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’তে আক্রান্ত ট্রাম্প! কতটা ভয়ঙ্কর এই রোগ? উপসর্গই বা কী?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিটের একটি বিবৃতি পড়ে শোনান আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন লেভিট৷ সেখানে ট্রাম্পের চিকিৎসক ক্যাপ্টেন স্যঁ বারবাবেলা জানিয়েছেন, ৭৯ বছর বয়সি ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামের একটি রোগ হয়েছে৷
advertisement
এখানেই শেষ নয়৷ ওই দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে ট্রাম্পকে৷ তারপর থেকেই আমেরিকা তো বটেই, আন্তর্জাতিক স্তরেও শুরু হয়ে গিয়েছিল জল্পনা৷ তাহলে কি ট্রাম্প গুরুতর অসুস্থ? পা ফুলে ওরকম টইটম্বুর কেন? হাতেই বা ওটা কী নীল দাগ? পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বিবৃতি জারি করতে হয় হোয়াইট হাউসকে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লেভিট জানিয়েছেন, গত সপ্তাহ ট্রাম্পের পায়ের নীচের সামান্য ফোলাভাব দেখা দিয়েছিল৷ তার জন্য তাঁর ভেনাস ড্রপলার টেস্ট করানো হয়৷ তাতেই সামনে আসে এই রোগ৷ তবে ডাক্তারি পরীক্ষায় ট্রাম্পের শরীরে ডিপ ভেন থ্রম্বোসিস আর ধমনীতে রক্তজমাট বাঁধার কোনও সমস্যা দেখা যায়নি৷ ট্রাম্পের হৃদরোগ এবং কিডনি সংক্রান্ত কোনও সমস্যা নেই বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউসের তরফে৷
advertisement