এই স্টেরয়েড দিলেই হু হু করে কমছে করোনায় মৃত্যুর হার, যুগান্তকারী আবিষ্কার দাবি বিজ্ঞানীদের

Last Updated:
করোনা সংক্রমণে মৃত্যু আটকাতে সাফল্য পাচ্ছে স্টেরয়েড, বিজ্ঞানীরা বলছেন অবাক করা অবিষ্কার
1/5
• Dexamethasone ‌নামে একটি জেনেরিক ওষুধের কথা বলেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এই ওষুধ প্রয়োগ করলে হাসপাতালে ভর্তি হওয়া অনেক করোনা আক্রান্তের মৃত্যুর সম্ভবনা কমে যাচ্ছে। মৃত্যুর হার কমছে এক তৃতীয়াংশ আক্রান্তের। (‌প্রতীকী ছবি)‌
• Dexamethasone ‌নামে একটি জেনেরিক ওষুধের কথা বলেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এই ওষুধ প্রয়োগ করলে হাসপাতালে ভর্তি হওয়া অনেক করোনা আক্রান্তের মৃত্যুর সম্ভবনা কমে যাচ্ছে। মৃত্যুর হার কমছে এক তৃতীয়াংশ আক্রান্তের। (‌প্রতীকী ছবি)‌
advertisement
2/5
• রিকোভারি, অর্থাৎ করোনা সংক্রমণ রুখতে যে অভিযানসেই অভিযানের অংশ যাঁরা আছেন, তাঁদের দাবি, এটি প্রথম করোনা বিরুদ্ধে এতবড় একটি আবিস্কার। এই ওষুধ এখনই করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা শুরু করা উচিত। (‌প্রতীকী ছবি)‌
• রিকোভারি, অর্থাৎ করোনা সংক্রমণ রুখতে যে অভিযানসেই অভিযানের অংশ যাঁরা আছেন, তাঁদের দাবি, এটি প্রথম করোনা বিরুদ্ধে এতবড় একটি আবিস্কার। এই ওষুধ এখনই করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা শুরু করা উচিত। (‌প্রতীকী ছবি)‌
advertisement
3/5
• অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মার্টিন লানড্রি দাবি করেছেন, যে সমস্ত রোগীরা ভেন্টিলেশন বা অক্সিজেনের সাহায্য নিচ্ছেন তাঁদের Dexamethasone ওষুধটি দিলেই দ্রুত কমে যাচ্ছে মৃত্যুর সম্ভাবনা। এটি সমীক্ষা করে দেখা গিয়েছে। (‌প্রতীকী ছবি)‌
• অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মার্টিন লানড্রি দাবি করেছেন, যে সমস্ত রোগীরা ভেন্টিলেশন বা অক্সিজেনের সাহায্য নিচ্ছেন তাঁদের Dexamethasone ওষুধটি দিলেই দ্রুত কমে যাচ্ছে মৃত্যুর সম্ভাবনা। এটি সমীক্ষা করে দেখা গিয়েছে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
4/5
• এই দলেরই আরও এক গবেষক পিটার হো‌রবি দাবি করেছেন, Dexamethasone ওষুধটি ব্যবহার করা হয় কোনও ধরণের সংক্রমণ রোধ করার জন্য। এটিই একমাত্র ওষুধ এখনও পর্যন্ত যা মৃত্যুর হার কমার সম্ভাবনা দেখিয়েছে। (‌প্রতীকী ছবি)‌
• এই দলেরই আরও এক গবেষক পিটার হো‌রবি দাবি করেছেন, Dexamethasone ওষুধটি ব্যবহার করা হয় কোনও ধরণের সংক্রমণ রোধ করার জন্য। এটিই একমাত্র ওষুধ এখনও পর্যন্ত যা মৃত্যুর হার কমার সম্ভাবনা দেখিয়েছে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
5/5
• এটি একটি যুগান্তকারী আবিষ্কার বলছেন তাঁরা। (‌প্রতীকী ছবি)‌
• এটি একটি যুগান্তকারী আবিষ্কার বলছেন তাঁরা। (‌প্রতীকী ছবি)‌
advertisement
advertisement
advertisement