Dalai Lama Reincarnation: পুর্নজন্ম নেব...দলাই লামার অলৌকিক ঘোষণা! সামনে দাঁড়িয়ে হাজার হাজার ভক্ত, কিন্তু ছক কষছে চিন?

Last Updated:
এদিকে দলাই লামার এই বার্তার পরেই নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে চিন৷ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চিনের সম্মতি ছাড়া দলাই লামার উত্তরসূরীকে নির্বাচন হবে না৷ চিনের শতবর্ষ পুরনো ঐতিহ্য মেনে চিনই এই কাজ করবে৷
1/8
নয়াদিল্লি: জীবনের ৯০টা বছর কেটে গিয়েছে৷ ঘটনাবহুল একটা জীবন৷ চিনের মতো রাষ্ট্রের সঙ্গে লাগাতার সংঘর্ষের একটা জীবন৷ কিন্তু, তারপর কে? তারপর কী হবে চিনের করাল গ্রাস থেকে ভারতে পালিয়ে আসা হাজার হাজার তিব্বতীর? তাঁদের বিশ্বাসের, তাঁদের আস্থার? গত ২ জুলাই তার উত্তরসূরী নিয়ে সেই বার্তাই দিয়েছেন দলাই লামা৷
নয়াদিল্লি: জীবনের ৯০টা বছর কেটে গিয়েছে৷ ঘটনাবহুল একটা জীবন৷ চিনের মতো রাষ্ট্রের সঙ্গে লাগাতার সংঘর্ষের একটা জীবন৷ কিন্তু, তারপর কে? তারপর কী হবে চিনের করাল গ্রাস থেকে ভারতে পালিয়ে আসা হাজার হাজার তিব্বতীর? তাঁদের বিশ্বাসের, তাঁদের আস্থার? গত ২ জুলাই তার উত্তরসূরী নিয়ে সেই বার্তাই দিয়েছেন দলাই লামা৷
advertisement
2/8
গত ২ জুলাই শেয়ার করা একটি ভিডিও বার্তায় দলাই লামা বলেছেন ৬০০ বছরের পুরনো ঐতিহ্য তাঁর মৃত্যুর পরেও অব্যাহত থাকবে। তিনি পুনর্জন্ম নেবেন৷ কিন্তু, বিষয়টি এখানেই শেষ হয়নি৷ কারণ, এর উপরে নির্ভর করবে তিব্বত দখলের সেই চিরকালীন বিতর্কিত ইতিহাসের পরবর্তী অধ্যায় এবং তিব্বতীদের চিনের চিরকালীন নিয়ন্ত্রণ করার চেষ্টা৷
গত ২ জুলাই শেয়ার করা একটি ভিডিও বার্তায় দলাই লামা বলেছেন ৬০০ বছরের পুরনো ঐতিহ্য তাঁর মৃত্যুর পরেও অব্যাহত থাকবে। তিনি পুনর্জন্ম নেবেন৷ কিন্তু, বিষয়টি এখানেই শেষ হয়নি৷ কারণ, এর উপরে নির্ভর করবে তিব্বত দখলের সেই চিরকালীন বিতর্কিত ইতিহাসের পরবর্তী অধ্যায় এবং তিব্বতীদের চিনের চিরকালীন নিয়ন্ত্রণ করার চেষ্টা৷
advertisement
3/8
গত রবিবারই ৯০ এ পা দিয়েছেন দলাই লামা৷ এর মাঝেই জোর আলোচনা পরবর্তী দলাই লামা কে হবেন? এ নিয়ে রাজনৈতিক কারণেই দলাই লামার ঘোষণার উপরে নজর ছিল ভারত-চিন-আমেরিকা সহ গোটা বিশ্বের৷
গত রবিবারই ৯০ এ পা দিয়েছেন দলাই লামা৷ এর মাঝেই জোর আলোচনা পরবর্তী দলাই লামা কে হবেন? এ নিয়ে রাজনৈতিক কারণেই দলাই লামার ঘোষণার উপরে নজর ছিল ভারত-চিন-আমেরিকা সহ গোটা বিশ্বের৷
advertisement
4/8
ধর্মশালায় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত দলাই লামা বলেন,  ‘‘আমি নিশ্চিতভাবে জানাচ্ছি যে দলাই লামার এই ঐতিহ্য জারি থাকবে৷’’ পাশাপাশি, জানান, তাঁর পুনর্জন্ম হওয়ার পরে পরবর্তী দলাই লামা কে হবে, তাঁকে চিহ্নিত করার এবং নির্বাচন করার সম্পূর্ণ অধিকার থাকবে তাঁর সংস্থা গ্যাদেন ফোড্রাঙ ট্রাস্টের উপরে৷
ধর্মশালায় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত দলাই লামা বলেন, ‘‘আমি নিশ্চিতভাবে জানাচ্ছি যে দলাই লামার এই ঐতিহ্য জারি থাকবে৷’’ পাশাপাশি, জানান, তাঁর পুনর্জন্ম হওয়ার পরে পরবর্তী দলাই লামা কে হবে, তাঁকে চিহ্নিত করার এবং নির্বাচন করার সম্পূর্ণ অধিকার থাকবে তাঁর সংস্থা গ্যাদেন ফোড্রাঙ ট্রাস্টের উপরে৷
advertisement
5/8
দলাই লামা ওই ভিডিও বার্তায় বলেছেন, ‘‘অতীতের ঐতিহ্য মেনে ওঁরাই পরবর্তী দলাই লামা খুঁজবে এবং চিহ্নিত করবে৷ আর কারও এই বিষয়ে নাক গলানোর অধিকার থাকবে না৷’’ তিনি বলেন, উত্তরসূরী যে কোনও লিঙ্গের হতে পারেন এবং তাদের জাতীয়তা কেবল তিব্বতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
দলাই লামা ওই ভিডিও বার্তায় বলেছেন, ‘‘অতীতের ঐতিহ্য মেনে ওঁরাই পরবর্তী দলাই লামা খুঁজবে এবং চিহ্নিত করবে৷ আর কারও এই বিষয়ে নাক গলানোর অধিকার থাকবে না৷’’ তিনি বলেন, উত্তরসূরী যে কোনও লিঙ্গের হতে পারেন এবং তাদের জাতীয়তা কেবল তিব্বতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
advertisement
6/8
এদিকে দলাই লামার এই বার্তার পরেই নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে চিন৷ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চিনের সম্মতি ছাড়া দলাই লামার উত্তরসূরীকে নির্বাচন হবে না৷ চিনের শতবর্ষ পুরনো ঐতিহ্য মেনে চিনই এই কাজ করবে৷
এদিকে দলাই লামার এই বার্তার পরেই নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে চিন৷ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চিনের সম্মতি ছাড়া দলাই লামার উত্তরসূরীকে নির্বাচন হবে না৷ চিনের শতবর্ষ পুরনো ঐতিহ্য মেনে চিনই এই কাজ করবে৷
advertisement
7/8
রয়টার্সের মতে, ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিব্বত থেকে ভারতে পালিয়ে আসা দালাই লামাকে চিন একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে। ১৩ তম দলাই লামার মৃত্যুর পরে মাত্র ২ বছর বয়সে তিব্বতের প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের সন্তান Lhamo Thondup দলাই লামার পুনর্জন্ম নেওয়া উত্তরসূরী হিসাবে চিহ্নিত ও নির্বাচিত হন৷ পরে কেন্দ্রীয় সরকারের অনুমতিক্রমে পদে অভিষিক্ত হন৷ নতুন নাম দেওয়া হয় তেনজিন গিয়াতসো৷
রয়টার্সের মতে, ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিব্বত থেকে ভারতে পালিয়ে আসা দালাই লামাকে চিন একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে। ১৩ তম দলাই লামার মৃত্যুর পরে মাত্র ২ বছর বয়সে তিব্বতের প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের সন্তান Lhamo Thondup দলাই লামার পুনর্জন্ম নেওয়া উত্তরসূরী হিসাবে চিহ্নিত ও নির্বাচিত হন৷ পরে কেন্দ্রীয় সরকারের অনুমতিক্রমে পদে অভিষিক্ত হন৷ নতুন নাম দেওয়া হয় তেনজিন গিয়াতসো৷
advertisement
8/8
দলাই লামা উপাধিটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি তিব্বতি জনগণের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হিসেবে চিহ্নিত হন। ইংরেজিতে দলাই লামার মোটামুটি অর্থ ‘জ্ঞানের মহাসাগর’। ইতিহাস বলে, প্রতিটি দালাই লামাকে তাঁর পূর্বসূরীদের পুনর্জন্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তী দলাই লামার নির্বাচনে চিনের নিয়ন্ত্রণ থাকলে তিব্বতীদের উপরেও চিনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এখন থেকেই সেই পরিকল্পনা করছে চিন।
দলাই লামা উপাধিটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি তিব্বতি জনগণের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হিসেবে চিহ্নিত হন। ইংরেজিতে দলাই লামার মোটামুটি অর্থ ‘জ্ঞানের মহাসাগর’। ইতিহাস বলে, প্রতিটি দালাই লামাকে তাঁর পূর্বসূরীদের পুনর্জন্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তী দলাই লামার নির্বাচনে চিনের নিয়ন্ত্রণ থাকলে তিব্বতীদের উপরেও চিনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এখন থেকেই সেই পরিকল্পনা করছে চিন।
advertisement
advertisement
advertisement