

গোটা দেশ তটস্থ ৷ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ফণী ঝড় ৷ ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ উপকূলে জারি সতর্কতা ৷ ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় ৷


ইতিমধ্যেই ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কতা জারি হয়েছে ৷ শুক্রবার সকাল থেকেই আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর ফণী !


আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।


খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এর অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হতে পারে।


ফণী আরও ঘণীভূত ও উত্তর বা উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। পরে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে শুক্রবার সন্ধে নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছতে পারে।


এদিকে ঘূর্ণিঝড়ের সময় চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াচলতে পারে ৷