ফের বিপদ! করোনার মতো ভয়ঙ্কর ভাইরাসের খোঁজ মিলল এবার রাশিয়ার গুহায়
- Published by:Suman Majumder
Last Updated:
Covid Like Virus In Russian Cave: করোনার মতো ভাইরাস এবার রাশিয়ার গুহায়! এবারও সন্দেহের কেন্দ্রে সেই বাদুর।
সারা বিশ্ব থেকে এখনও করোনা বিদায় নেয়নি। এরই মধ্যে কড়া নাড়ছে আরেক ভাইরাস। রাশিয়ার সোচি ন্যাশনাল পার্কের গুহায় লুকিয়ে থাকা বাদুড়ের মধ্যে করোনার মতো ভাইরাস সনাক্ত হয়েছে। নাম খোস্তা-২। এটি সার্বেকোভাইরাস। বিজ্ঞানীরা এটি পরীক্ষা করেছেন। তাঁরা জানিয়েছেন, ভ্যাকসিনও সার্বেকোভাইরাসকে প্রভাবিত করছে না।
advertisement
advertisement
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা আরও তথ্যের জন্য ভাইরাসটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, Khosta-2 মানুষের কোষকে SARS-CoV-2-এর মতোই সংক্রমিত করতে সক্ষম। ভাইরাসের সারফেস স্পাইক প্রোটিন সহজেই মানুষের কোষে উপস্থিত একটি এনজাইমের সঙ্গে যুক্ত হয়। একে বলা হয় ACE-2।
advertisement
advertisement
এই ভাইরাস এখনও পর্যন্ত কোনও মানুষকে সংক্রামিত করেছে বলে প্রমাণ নেই। তবে পরীক্ষায় দেখা গিয়েছে, এটি মানুষের শরীরে সংক্রমণের ক্ষমতা রাখে। কোভিড-১৯ এর ভ্যাকসিন এতে কাজ করবে কিনা তাও বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছেন। মডার্না এবং ফাইজারের দুটি ডোজ দিয়ে পরীক্ষা করা হয়েছিল। কিন্তু ভাইরাসটির প্রতিরোধ ক্ষমতা এতটাই ছিল যে ভ্যাকসিনের কোনও প্রভাব পড়েনি।