৩৩ বছরের ত্যাং একটি বাড়িও কিনে ফেলেছেন সে দেশে৷ পাকাপাকি থাকবেন বলে৷ কিন্তু ১৩ মার্চ তাঁর আয়ের রাস্তা হঠাত্ বন্ধ হয়ে যায়৷ তারপর থেকেই তিনি দিশেহারা৷ প্রাক্তন কোম্পানি জানিয়ে দিয়েছে, ত্যাং-এর গ্রিন কার্ডের বিষয়ে তাঁরা আগ্রহী নন৷ ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার স্বপ্নও চুরমার৷
শুধু ত্যাং-এর নয়৷ এই রকম পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এমন বহু চিনা নাগরিকের৷ রাতারাতি কাজ হারাচ্ছেন৷ দেশে ফেরারও জো নেই৷ কারণ, সব বন্ধ৷ ত্যাং-এর মতো অনেকে এখন মরিয়া হয়ে চাকরি খুঁজছেন৷ চাকরি না জোটাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে হবে৷ হাত মাত্র ৬০ দিন সময়৷ অনুমতি ছাড়া ১৮০ দিনের বেশি থাকলে আবার ভবিষ্যতের জন্য ব্যান করে দেওয়া হতে পারে৷