একসময় চীনের (China Coronavirus) ইউহান প্রদেশ থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছিল মারণ করোনা ভাইরাস। এবার ফের চিনে (China) মাথাচাড়া দিয়েছে কোভিড ১৯ (Coronavirus) সংক্রমণ। তা যাতে ফের নাগালের বাইরে না যায় সেজন্য ইতিমধ্যেই সতর্ক প্রশাসন(China Coronavirus)। বাতিল হয়েছে বহু উড়ান। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল (China Lockdown)। সেই সঙ্গে বহু এলাকাতেই ফের লকডাউন শুরু হয়েছে। মূলত উত্তর ও উত্তর-পশ্চিম চিনেই বেড়েছে ভাইরাসের (China Coronavirus)প্রকোপ।প্রতীকী ছবি।
প্রশ্ন উঠছে কেন হঠাৎ এভাবে আবার করোনার বাড়াবাড়ি শুরু হল চিনে(China Coronavirus)? প্রশাসনের দাবি, বাইরে থেকে আসা পর্যটকদের থেকেই নতুন করে সংক্রমণের(China Coronavirus) গ্রাফের এই ঊর্ধ্বগতি। তাঁদের একটি বড় অংশই প্রবীণ বৃদ্ধ বৃদ্ধারা। অভিযোগ, তাঁদের থেকেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ (China Lockdown)।
বিভিন্ন প্রদেশের সীমান্তরেখা বন্ধ রাখা হয়েছে (China Lockdown)। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। অন্যান্য দেশগুলি যেখানে কোভিড বিধি অনেক ক্ষেত্রেই শিথিল করে স্বাভাবিক জনজীবন ফেরাতে পদক্ষেপ নিয়েছে, সেখানে চিন বরাবরই অনেক বেশি সাবধানী ছিল করোনাবিধি আরোপে। আর সেই কারণেই এবার আবার কঠোরতা বাড়াচ্ছে চিন।প্রতীকী ছবি।