বুকের দুধ বিক্রি করে প্রচুর আয় করছেন মহিলা, ক্রেতারা সকলে শরীরচর্চারত পুরুষ!

Last Updated:
বুকের দুধ বিক্রির ব্যবসায় রীতিমতো লাভের মুখ দেখছেন রাফালে
1/6
•সন্তানকে স্তন্যপান শুধু নয়, সেই বুকের দুধ বিক্রি করে প্রচুর আয় করছেন এই মহিলা৷ শরীর চর্চা করেন এমন পুরুষরাই তাঁর থেকে এই দুধ কিনে নিচ্ছেন! আউন্স প্রতি দুধ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০টাকায়৷
•সন্তানকে স্তন্যপান শুধু নয়, সেই বুকের দুধ বিক্রি করে প্রচুর আয় করছেন এই মহিলা৷ শরীর চর্চা করেন এমন পুরুষরাই তাঁর থেকে এই দুধ কিনে নিচ্ছেন! আউন্স প্রতি দুধ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০টাকায়৷
advertisement
2/6
•বুকের দুধ বিক্রির ব্যবসায় রীতিমতো লাভের মুখ দেখছেন রাফালে লামপ্রোউ৷ ৭ মাস আগে ছেলে আঞ্জেলোর জন্ম দেন তিনি৷ তারপর থেকেই তাঁর শরীরে দুধের পরিমাণ তৈরি হতে থাকে, যা প্রায় নষ্ট করতে হত তাঁকে৷
•বুকের দুধ বিক্রির ব্যবসায় রীতিমতো লাভের মুখ দেখছেন রাফালে লামপ্রোউ৷ ৭ মাস আগে ছেলে আঞ্জেলোর জন্ম দেন তিনি৷ তারপর থেকেই তাঁর শরীরে দুধের পরিমাণ তৈরি হতে থাকে, যা প্রায় নষ্ট করতে হত তাঁকে৷
advertisement
3/6
•অনেকক্ষেত্রেই তিনি অন্যান্য শিশুদের জন্য সেই দুধ দিতেন৷ বিশেষ করে যে সকল শিশুর মায়েদের বুকের দুধ আসতে সমস্যা হয়৷
•অনেকক্ষেত্রেই তিনি অন্যান্য শিশুদের জন্য সেই দুধ দিতেন৷ বিশেষ করে যে সকল শিশুর মায়েদের বুকের দুধ আসতে সমস্যা হয়৷
advertisement
4/6
•তবে এরপর থেকে তিনি খোঁজ পান পেশিবহুল শরীর বানাতে ব্যস্ত পুরুষদের৷ তারা দাম দিয়ে কিনতে চান বুকের দুধ! কারণ হিসেবে জানা যায় যে, বডি বিল্ডিং-এর জন্য বুকের দুধ খুবই উপকারী!
•তবে এরপর থেকে তিনি খোঁজ পান পেশিবহুল শরীর বানাতে ব্যস্ত পুরুষদের৷ তারা দাম দিয়ে কিনতে চান বুকের দুধ! কারণ হিসেবে জানা যায় যে, বডি বিল্ডিং-এর জন্য বুকের দুধ খুবই উপকারী!
advertisement
5/6
•মূলত শরীর চর্চা যারা করেন এবং পেশিবহুল শরীর তৈরিতে ব্যস্ত, তাদের শরীরে স্টেরয়েড প্রয়োগ করতে হয়৷ যা শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর৷ জানা গিয়েছে যে, স্টেরয়ডের পরিবর্ত হিসেবে দারুণ কাজ করে মায়ের দুধ৷ তাই তার কদরও বেড়েছে যে কোনও বয়সের জন্য৷
•মূলত শরীর চর্চা যারা করেন এবং পেশিবহুল শরীর তৈরিতে ব্যস্ত, তাদের শরীরে স্টেরয়েড প্রয়োগ করতে হয়৷ যা শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর৷ জানা গিয়েছে যে, স্টেরয়ডের পরিবর্ত হিসেবে দারুণ কাজ করে মায়ের দুধ৷ তাই তার কদরও বেড়েছে যে কোনও বয়সের জন্য৷
advertisement
6/6
•এইভাবেই নিজের এই ব্যবসা শুরু করেন লামপ্রোউ৷ তিনি জানান যে, এই ব্যবসা খুবই লাভজনক৷
•এইভাবেই নিজের এই ব্যবসা শুরু করেন লামপ্রোউ৷ তিনি জানান যে, এই ব্যবসা খুবই লাভজনক৷
advertisement
advertisement
advertisement