Portugal Labour Law: অফিস ছুটি হওয়ার পর বস আর ফোন করতে পারবে না! শ্রমিক আইনে নতুন নিয়ম 'এই' দেশে

Last Updated:
Portugal Labour Act: অফিস ছুটির পর বস আর কোনও মেসেজ বা ফোন করতে পারবে না।
1/5
কাজের শেষ নেই। অনেকেই বলেন এমন কথা। সারাদিন কাজ আর কাজ! কর্পোরেটঃএর জাঁতাকলে হাঁফিয়ে ওঠেন অনেকে। তবে পর্তুগালে এবার আর বেশি কাজ করার জন্য আফসোস করতে হবে না।
কাজের শেষ নেই। অনেকেই বলেন এমন কথা। সারাদিন কাজ আর কাজ! কর্পোরেটঃএর জাঁতাকলে হাঁফিয়ে ওঠেন অনেকে। তবে পর্তুগালে এবার আর বেশি কাজ করার জন্য আফসোস করতে হবে না।
2/5
পর্তুগালের শ্রমিক আইনে বেশ কিছু বদল করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, অফিস আওয়ার শেষের পর বস কোনও কর্মীকে ফোন বা মেসেজ করতে পারবে না। ভাবছেন, এমন নিয়ম এদেশে কবে হবে!
পর্তুগালের শ্রমিক আইনে বেশ কিছু বদল করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, অফিস আওয়ার শেষের পর বস কোনও কর্মীকে ফোন বা মেসেজ করতে পারবে না। ভাবছেন, এমন নিয়ম এদেশে কবে হবে!
3/5
করোনার জন্য কাজের ধরণ বদলেছে। বহু সংস্থার কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম-এ অভ্যস্ত হয়েছেন। বাড়িই এখন অফিস। তবে এমন পরিস্থিতিতে সুবিধা ও অসুবিধা দুই-ই রয়েছে। অনেক সময় অফিসের বস আট বা নয় ঘণ্টার বদলে আরও বেশি সময় কাজ করার জন্য চাপ দেন কর্মীদের উপর। পর্তুগালে এবার আর সেটা চলবে না।
করোনার জন্য কাজের ধরণ বদলেছে। বহু সংস্থার কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম-এ অভ্যস্ত হয়েছেন। বাড়িই এখন অফিস। তবে এমন পরিস্থিতিতে সুবিধা ও অসুবিধা দুই-ই রয়েছে। অনেক সময় অফিসের বস আট বা নয় ঘণ্টার বদলে আরও বেশি সময় কাজ করার জন্য চাপ দেন কর্মীদের উপর। পর্তুগালে এবার আর সেটা চলবে না।
4/5
ঘুম থেকে উঠেই ল্যাপটপের সামনে! ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজ। ওয়ার্ক ফ্রম হোম হলেও অনেক কর্মী হাঁফিয়ে উঠছেন। আর কর্মীদের মানসিক চাপের কথা ভেবেই পর্তুগাল সরকার শ্রমিক আইনে বদল এনেছে। অফিসর নির্ধারিত সময়ের পর আর কোনও বস কর্মীদের ফোন করতে পারবেন না।
ঘুম থেকে উঠেই ল্যাপটপের সামনে! ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজ। ওয়ার্ক ফ্রম হোম হলেও অনেক কর্মী হাঁফিয়ে উঠছেন। আর কর্মীদের মানসিক চাপের কথা ভেবেই পর্তুগাল সরকার শ্রমিক আইনে বদল এনেছে। অফিসর নির্ধারিত সময়ের পর আর কোনও বস কর্মীদের ফোন করতে পারবেন না।
5/5
পর্তুগালে কর্মীদের জন্য এই নতুন নিয়মের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পর্তুগাল সরকারকে বাহবা দিচ্ছেন অন্য অনেক দেশের বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মীরা।
পর্তুগালে কর্মীদের জন্য এই নতুন নিয়মের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পর্তুগাল সরকারকে বাহবা দিচ্ছেন অন্য অনেক দেশের বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মীরা।