পাইথনের পেটে মাঝবয়সী মহিলা! হাড়হিম ঘটনা, পুরো 'কাণ্ড' শুনলে গায়ে কাঁটা দেবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Python ate woman: আস্ত মানুষকে গিলে ফেলেছে সাপ, এমন ঘটনা বিরল। তবে ইন্দোনেশিয়ায় গত কয়েক বছরে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। গত বছরও একটি ৮ ফিট লম্বা সাপ একজনকে গিলে খাওয়ার চেষ্টা করেছিল। পরে সেটিকে হত্যা করে গ্রামবাসীরা।
সাপটিকে মেরে সেটির পেট কাটে গ্রামবাসীরা। তখনই ফরিদার মাথা দেখা যায়। জানা গিয়েছে, সাপের পেটে ফরিদা পুরো জামা-কাপড় ও জুতো পরা অবস্থায় ছিলেন। আস্ত মানুষকে গিলে ফেলেছে সাপ, এমন ঘটনা বিরল। তবে ইন্দোনেশিয়ায় গত কয়েক বছরে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। গত বছর দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার বাসিন্দারা একটি আট মিটার লম্বা অজগরকে হত্যা করেছিল। গ্রামের একজনকে গিলে ফেলার চেষ্টাও করছিল সেই অজগর।