বেইরুটের বিস্ফোরণের আগে ও পরের ছবি দেখলেই বোঝা যাবে কতটা ভয়ঙ্কর ছিল ধ্বংসলীলা! দেখুন

Last Updated:
অনেক উপগ্রহ চিত্র সামনে এসেছে, যাতে বিস্ফোরণের অভিঘাত স্পষ্ট৷ কী ছিল আর কী হল, খুবই স্পষ্টভাবে বোঝা গিয়েছে৷
1/6
▪️লেবাননের বিস্ফোরণের পরে মৃত্যু ও ধ্বংসের ভয়াবহ দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একে একে এবং এতে আতঙ্ক ছড়িয়েছে৷ এমন ছবি দেখে খুব ভাল করে বোঝা যাচ্ছে বিস্ফোরণের অভিঘাত৷ ফলে কতটা ধ্বংসলীলা চলেছে এই বিস্ফোরণের ফলে সেটা বুঝতে পারছে গোটা পৃথিবী৷ সারা বিশ্বের মানুষ এখন লেবাননের বেইরুটের জন্য করে চলেছেন প্রার্থনা৷ Photo Courtesy: Twitter
▪️লেবাননের বিস্ফোরণের পরে মৃত্যু ও ধ্বংসের ভয়াবহ দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একে একে এবং এতে আতঙ্ক ছড়িয়েছে৷ এমন ছবি দেখে খুব ভাল করে বোঝা যাচ্ছে বিস্ফোরণের অভিঘাত৷ ফলে কতটা ধ্বংসলীলা চলেছে এই বিস্ফোরণের ফলে সেটা বুঝতে পারছে গোটা পৃথিবী৷ সারা বিশ্বের মানুষ এখন লেবাননের বেইরুটের জন্য করে চলেছেন প্রার্থনা৷ Photo Courtesy: Twitter
advertisement
2/6
▪️১০০ জনের ওপর মৃত্যু হয়েছে এবং সেই সংখ্যাটা আরও বাড়বে, এমনই আশঙ্কা৷ বহু মানুষ এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে আছেন বলে সন্দেহ৷ আহত ৪০০০, সেই সংখ্যাও বাড়বে৷ অনেকে নিখোঁজ রয়েছেন৷ শহর জুড়ে কান্না আওয়াজের সঙ্গে মিলে গিয়েছে অ্যাম্বুলেন্সের সাইরেন৷ Photo Courtesy: Twitter
▪️১০০ জনের ওপর মৃত্যু হয়েছে এবং সেই সংখ্যাটা আরও বাড়বে, এমনই আশঙ্কা৷ বহু মানুষ এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে আছেন বলে সন্দেহ৷ আহত ৪০০০, সেই সংখ্যাও বাড়বে৷ অনেকে নিখোঁজ রয়েছেন৷ শহর জুড়ে কান্না আওয়াজের সঙ্গে মিলে গিয়েছে অ্যাম্বুলেন্সের সাইরেন৷ Photo Courtesy: Twitter
advertisement
3/6
▪️এমন বিস্ফোরণ সাম্প্রতিক সব বীভৎসতাকে ছাড়িয়ে গিয়েছে৷ লেবাননের রাজধানী বেইরুট জুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি৷ যেখানে এই বিস্ফোরণ হয়েছে তার ১০ কিলোমিটার জুড়ে তছনছ হয়েছে সব৷ ভেঙে গিয়েছে বড় বড় বিল্ডিং৷ ভেঙেছে বাড়ির কাঁচ৷ ক্ষতি হয়েছে রাস্তার আলোর৷ চারিদিক অন্ধকারে ঢেকে গিয়েছে৷ Photo Courtesy: Twitter
▪️এমন বিস্ফোরণ সাম্প্রতিক সব বীভৎসতাকে ছাড়িয়ে গিয়েছে৷ লেবাননের রাজধানী বেইরুট জুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি৷ যেখানে এই বিস্ফোরণ হয়েছে তার ১০ কিলোমিটার জুড়ে তছনছ হয়েছে সব৷ ভেঙে গিয়েছে বড় বড় বিল্ডিং৷ ভেঙেছে বাড়ির কাঁচ৷ ক্ষতি হয়েছে রাস্তার আলোর৷ চারিদিক অন্ধকারে ঢেকে গিয়েছে৷ Photo Courtesy: Twitter
advertisement
4/6
▪️এই বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা এবং যা ভূমিকম্পরে মত অনুভূত হয়েছে৷ প্রায় ৩.৩ মাত্রায় কম্পন অনুভূত হয়েছে৷ জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে৷ Photo Courtesy: Twitter
▪️এই বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা এবং যা ভূমিকম্পরে মত অনুভূত হয়েছে৷ প্রায় ৩.৩ মাত্রায় কম্পন অনুভূত হয়েছে৷ জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে৷ Photo Courtesy: Twitter
advertisement
5/6
▪️প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে শুধু সংলগ্ন এলাকাই নয়৷ তার চেয়েও বেশিদূর অবধি ছড়িয়েছিল তীব্রতা৷ ভয়ঙ্কর বিস্ফোরণে এক একটি গাড়ি তিন তলা অবধি উড়ে গিয়েছিল৷ Photo Courtesy: Twitter
▪️প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে শুধু সংলগ্ন এলাকাই নয়৷ তার চেয়েও বেশিদূর অবধি ছড়িয়েছিল তীব্রতা৷ ভয়ঙ্কর বিস্ফোরণে এক একটি গাড়ি তিন তলা অবধি উড়ে গিয়েছিল৷ Photo Courtesy: Twitter
advertisement
6/6
▪️বন্দর এলাকায় এই বিস্ফোরণের পর উত্তর ও দক্ষিণ লেবানন সব জায়গা থেকেই উদ্ধারকাজের জন্য কর্মীদের পাঠানো হয়েছে ৷ প্রচুর সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে ৷ বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বেইরুট জুড়ে।
▪️বন্দর এলাকায় এই বিস্ফোরণের পর উত্তর ও দক্ষিণ লেবানন সব জায়গা থেকেই উদ্ধারকাজের জন্য কর্মীদের পাঠানো হয়েছে ৷ প্রচুর সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে ৷ বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বেইরুট জুড়ে।
advertisement
advertisement
advertisement