সুদূর আমেরিকায় শপথ নেবেন কমলা, ভারতের এই ছোট্ট গ্রামে মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢালা হবে দুধ!

Last Updated:
মার্কিন নির্বাচনের আগে কমলা হ্যারিসের জন্য চলে পুজার্চনা। এবং তাঁর জয়ের পর বাজি ফাটানো হয়, চলে মিষ্টি বিতরণ।
1/7
•ভারতে ছোট্ট গ্রাম। চারিদিকে শুধু ধানচাষে ব্যস্ত স্থানীয়রা। তার মাঝেই একেবারে সাজসাজ রব। এই গ্রামের মেয়ে কমলা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
•ভারতে ছোট্ট গ্রাম। চারিদিকে শুধু ধানচাষে ব্যস্ত স্থানীয়রা। তার মাঝেই একেবারে সাজসাজ রব। এই গ্রামের মেয়ে কমলা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
advertisement
2/7
•কমলা হ্যারিসের শপথ গ্রহণকে ঘিরে তৈরি হবে ইতিহাস। কারণ একজন ভারতীয় বংশদ্ভূত, দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্ত কৃষ্ণবর্ণের মহিলা হিসেবে তিনি শপথ নেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদে।
•কমলা হ্যারিসের শপথ গ্রহণকে ঘিরে তৈরি হবে ইতিহাস। কারণ একজন ভারতীয় বংশদ্ভূত, দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্ত কৃষ্ণবর্ণের মহিলা হিসেবে তিনি শপথ নেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদে।
advertisement
3/7
•চেন্নাইয়ের থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত থুলাসেন্দ্রাপুরমে থাকতেন কমলা হ্যারিসের দাদু। অর্থাৎ এই গ্রামের সঙ্গে সরাসরি যোগ রয়েছে কমলা হ্যারিসের। তাই তো গোটা গ্রামে এখন উৎসবের মেজাজ। স্থানীয় স্কুল শিক্ষিকা অনুকম্পা মধাভসিমহন জানান, আমরা আজ খুব গর্বিত। কারণ এই গ্রামের সঙ্গে জুড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম, জুড়ে দেবেন কমলা হ্যারিস।
•চেন্নাইয়ের থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত থুলাসেন্দ্রাপুরমে থাকতেন কমলা হ্যারিসের দাদু। অর্থাৎ এই গ্রামের সঙ্গে সরাসরি যোগ রয়েছে কমলা হ্যারিসের। তাই তো গোটা গ্রামে এখন উৎসবের মেজাজ। স্থানীয় স্কুল শিক্ষিকা অনুকম্পা মধাভসিমহন জানান, আমরা আজ খুব গর্বিত। কারণ এই গ্রামের সঙ্গে জুড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম, জুড়ে দেবেন কমলা হ্যারিস।
advertisement
4/7
•বহু বছর আগে চেন্নাই চলে আসেন হ্যারিসের দাদু। কমলার মা জন্মেছেন ভারতে। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকায় পাড়ি দেন। বিয়ে করেন জামাইকার এক ব্যক্তিকে। জন্ম নেন হ্যারিস।
•বহু বছর আগে চেন্নাই চলে আসেন হ্যারিসের দাদু। কমলার মা জন্মেছেন ভারতে। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকায় পাড়ি দেন। বিয়ে করেন জামাইকার এক ব্যক্তিকে। জন্ম নেন হ্যারিস।
advertisement
5/7
•তাই থুলাসেন্দ্রাপুরমে মার্কিন নির্বাচনের আগে কমলা হ্যারিসের জন্য চলে পুজার্চনা। এবং তাঁর জয়ের পর বাজি ফাটানো হয়, চলে মিষ্টি বিতরণ।
•তাই থুলাসেন্দ্রাপুরমে মার্কিন নির্বাচনের আগে কমলা হ্যারিসের জন্য চলে পুজার্চনা। এবং তাঁর জয়ের পর বাজি ফাটানো হয়, চলে মিষ্টি বিতরণ।
advertisement
6/7
•সুদূর আমেরিকায় শপথ নেবেন কমলা, ভারতের এই ছোট্ট গ্রামে মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢালা হবে দুধ। কমলা হ্যারিসের শপথ নেওয়াকে কেন্দ্র করে গোটা গ্রামে সাজসাজ রব।
•সুদূর আমেরিকায় শপথ নেবেন কমলা, ভারতের এই ছোট্ট গ্রামে মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢালা হবে দুধ। কমলা হ্যারিসের শপথ নেওয়াকে কেন্দ্র করে গোটা গ্রামে সাজসাজ রব।
advertisement
7/7
•১৯ জানুয়ারি হ্যারিসের শপথগ্রহণকে উদযাপনের জন্য স্থানীয় এক সংস্থা বাচ্চাদের মধ্যে খাবার প্যাকেট বিলি করে।
•১৯ জানুয়ারি হ্যারিসের শপথগ্রহণকে উদযাপনের জন্য স্থানীয় এক সংস্থা বাচ্চাদের মধ্যে খাবার প্যাকেট বিলি করে।
advertisement
advertisement
advertisement