BAPS Hindu Mandir: আবুধাবির মন্দিরে বিরাট চমক! নতুন বছর উদযাপন অনুষ্ঠানে হাজির ২০টি দেশের উচ্চপদস্থ সামরিক কর্তারা
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
BAPS Hindu Mandir: গত বছরেই আবু ধাবিতে এই মন্দির নির্মাণ করে বিএপিএস। ইতিমধ্যেই হাজির হয়েছেন দুই মিলিয়নের বেশি পুণ্যার্থী।
advertisement
advertisement
এদিন বেলজিয়াম, কানাডা, কোমোরোস দ্বীপ, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, মিশর, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, কোরিয়া, মজাম্বিক, তানজানিয়া, সার্বিয়া, সুইজারল্যান্ড-সহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক কর্তারা হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে তাঁদের ফুল-মালায় সংবর্ধনা জানান বিএপিএস-এর বোর্ড সদস্যরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অতিথিদের উদ্দেশ্যে বিএপিএস হিন্দু মন্দিরের প্রধান ব্রহ্মবিহারিদাস স্বামী বলেন, “আবু ধাবির এই মন্দির ঈশ্বর ও মানবতার প্রতি আমাদের গভীর ভালবাসা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রতিফলন। যাঁরা যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাঁরাও মূলত শান্তিই খুঁজছে। এই বৈচিত্রই আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে যে ঈশ্বর এবং প্রকৃতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিও শান্তির পক্ষে।”
advertisement
advertisement