BAPS Hindu Mandir: আবুধাবির মন্দিরে বিরাট চমক! নতুন বছর উদযাপন অনুষ্ঠানে হাজির ২০টি দেশের উচ্চপদস্থ সামরিক কর্তারা

Last Updated:
BAPS Hindu Mandir: গত বছরেই আবু ধাবিতে এই মন্দির নির্মাণ করে বিএপিএস। ইতিমধ্যেই হাজির হয়েছেন দুই মিলিয়নের বেশি পুণ্যার্থী।
1/10
একতা, বৈচিত্র এবং সম্প্রীতি। এই তিনের মেলবন্ধনেই নতুন বছরকে স্বাগত জানাল আবু ধাবির বিএপিএস মন্দির। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক কর্তা, তাঁদের পরিবার এবং ২০টিরও বেশি দূতাবাসের বিশিষ্ট ব্যক্তিরা।
একতা, বৈচিত্র এবং সম্প্রীতি। এই তিনের মেলবন্ধনেই নতুন বছরকে স্বাগত জানাল আবু ধাবির বিএপিএস মন্দির। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক কর্তা, তাঁদের পরিবার এবং ২০টিরও বেশি দূতাবাসের বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
2/10
গত বছরেই আবু ধাবিতে এই মন্দির নির্মাণ করে বিএপিএস। ইতিমধ্যেই হাজির হয়েছেন দুই মিলিয়নের বেশি পুণ্যার্থী। মন্দিরের সুনাম ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন ঘটানোর কাজও করে চলেছে এই মন্দির।
গত বছরেই আবু ধাবিতে এই মন্দির নির্মাণ করে বিএপিএস। ইতিমধ্যেই হাজির হয়েছেন দুই মিলিয়নের বেশি পুণ্যার্থী। মন্দিরের সুনাম ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন ঘটানোর কাজও করে চলেছে এই মন্দির।
advertisement
3/10
এদিন বেলজিয়াম, কানাডা, কোমোরোস দ্বীপ, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, মিশর, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, কোরিয়া, মজাম্বিক, তানজানিয়া, সার্বিয়া, সুইজারল্যান্ড-সহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক কর্তারা হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে তাঁদের ফুল-মালায় সংবর্ধনা জানান বিএপিএস-এর বোর্ড সদস্যরা।
এদিন বেলজিয়াম, কানাডা, কোমোরোস দ্বীপ, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, মিশর, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, কোরিয়া, মজাম্বিক, তানজানিয়া, সার্বিয়া, সুইজারল্যান্ড-সহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক কর্তারা হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে তাঁদের ফুল-মালায় সংবর্ধনা জানান বিএপিএস-এর বোর্ড সদস্যরা।
advertisement
4/10
মন্দিরের শান্ত পরিবেশ সঙ্গে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা, গোটা অনুষ্ঠান জুড়েই ছিল আধ্যাত্মিকতার পরশ। অতিথিরা প্রার্থনাতেও যোগ দেন। বিশ্ব শান্তি এবং সকলের মঙ্গল কামনা করেন। এরপর তাঁরা হাজির হন ‘দ্য ফেয়ারি টেল’ ইমার্সিভ শো-তে।
মন্দিরের শান্ত পরিবেশ সঙ্গে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা, গোটা অনুষ্ঠান জুড়েই ছিল আধ্যাত্মিকতার পরশ। অতিথিরা প্রার্থনাতেও যোগ দেন। বিশ্ব শান্তি এবং সকলের মঙ্গল কামনা করেন। এরপর তাঁরা হাজির হন ‘দ্য ফেয়ারি টেল’ ইমার্সিভ শো-তে।
advertisement
5/10
মন্দির প্রতিষ্ঠার ভাবনা থেকে তা স্থাপন হওয়া পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথ দেখানো হয়েছে শো-তে। বিশেষভাবে নির্মিত অডিটোরিয়ামে ২০টি ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে চার দেওয়াল এবং মেঝেতে তুলে ধরা হয় সেই সব ছবি। সঙ্গে অত্যাধুনিক সাউন্ড সিস্টেমে চলে বিরবণ।
মন্দির প্রতিষ্ঠার ভাবনা থেকে তা স্থাপন হওয়া পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথ দেখানো হয়েছে শো-তে। বিশেষভাবে নির্মিত অডিটোরিয়ামে ২০টি ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে চার দেওয়াল এবং মেঝেতে তুলে ধরা হয় সেই সব ছবি। সঙ্গে অত্যাধুনিক সাউন্ড সিস্টেমে চলে বিরবণ।
advertisement
6/10
শো-এর পর চেক রিপাবলিক থেকে আনা ৬,৫০০ বছরের পুরনো সাব-ফসিল ওক গাছ ঘুরে দেখেন প্রতিনিধিরা। এক শিল্পী এই গাছ বিএপিএস কর্তৃপক্ষকে দান করেছিলেন।
শো-এর পর চেক রিপাবলিক থেকে আনা ৬,৫০০ বছরের পুরনো সাব-ফসিল ওক গাছ ঘুরে দেখেন প্রতিনিধিরা। এক শিল্পী এই গাছ বিএপিএস কর্তৃপক্ষকে দান করেছিলেন।
advertisement
7/10
শো-এর পর চেক রিপাবলিক থেকে আনা ৬,৫০০ বছরের পুরনো সাব-ফসিল ওক গাছ ঘুরে দেখেন প্রতিনিধিরা। এক শিল্পী এই গাছ বিএপিএস কর্তৃপক্ষকে দান করেছিলেন।
শো-এর পর চেক রিপাবলিক থেকে আনা ৬,৫০০ বছরের পুরনো সাব-ফসিল ওক গাছ ঘুরে দেখেন প্রতিনিধিরা। এক শিল্পী এই গাছ বিএপিএস কর্তৃপক্ষকে দান করেছিলেন।
advertisement
8/10
অতিথিদের উদ্দেশ্যে বিএপিএস হিন্দু মন্দিরের প্রধান ব্রহ্মবিহারিদাস স্বামী বলেন, “আবু ধাবির এই মন্দির ঈশ্বর ও মানবতার প্রতি আমাদের গভীর ভালবাসা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রতিফলন। যাঁরা যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাঁরাও মূলত শান্তিই খুঁজছে। এই বৈচিত্রই আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে যে ঈশ্বর এবং প্রকৃতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিও শান্তির পক্ষে।”
অতিথিদের উদ্দেশ্যে বিএপিএস হিন্দু মন্দিরের প্রধান ব্রহ্মবিহারিদাস স্বামী বলেন, “আবু ধাবির এই মন্দির ঈশ্বর ও মানবতার প্রতি আমাদের গভীর ভালবাসা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রতিফলন। যাঁরা যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাঁরাও মূলত শান্তিই খুঁজছে। এই বৈচিত্রই আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে যে ঈশ্বর এবং প্রকৃতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিও শান্তির পক্ষে।”
advertisement
9/10
অনুষ্ঠান শেষে দুই মিলিয়ন পুণ্যার্থীকে স্বাগত জানানোর জন্য বিএপিএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ক্যাপ্টেন হারপ্রীত সিং লুথরা।
অনুষ্ঠান শেষে দুই মিলিয়ন পুণ্যার্থীকে স্বাগত জানানোর জন্য বিএপিএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ক্যাপ্টেন হারপ্রীত সিং লুথরা।
advertisement
10/10
 ভারত-ইউএই-এর বন্ধুত্বের প্রতীক হিসেবে মন্দিরের ভূমিকা তুলে ধরেন তিনি। সঙ্গে দুই দেশের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার আহ্বান জানান।
ভারত-ইউএই-এর বন্ধুত্বের প্রতীক হিসেবে মন্দিরের ভূমিকা তুলে ধরেন তিনি। সঙ্গে দুই দেশের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার আহ্বান জানান।
advertisement
advertisement
advertisement