Bangladesh Latest News Taslima Nasreen: 'কাঁদো বাংলাদেশ কাঁদো', বঙ্গবন্ধুর '৩২ ধানমন্ডি' বাড়ি গুঁড়িয়ে আগুন দিতেই গর্জে উঠলেন তসলিমা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh Latest News Taslima Nasreen: মুজিবরের ধানমন্ডির বাড়ি, দেশজুড়ে একাধিক জায়াগায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এপার বাংলার মানুষদের মধ্যেও।
advertisement
advertisement
advertisement
advertisement
ফেসবুকে তসলিমা লিখেছেন, 'হাসিনার ওপর রাগ, তাহলে ইসলামী সন্ত্রাসীরা ধানমন্ডি ৩২ নম্বর ভাঙ্গেই বা কেন, জ্বালিয়েই বা দেয় কেন? হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, সেটাই কি যথেষ্ট নয়? ৩২ নম্বরের ওপর আক্রমণ তারাই করছে, যারা বাংলাদেশ নামে কোনও স্বাধীন রাষ্ট্র চায়নি, যারা ধর্মনিরপেক্ষতা চায়নি, যারা একাত্তরে ইসলামী রাষ্ট্র চেয়েছিল, যারা পাকিস্তানের মতো জঙ্গীরাষ্ট্রের সঙ্গী হতে চেয়েছিল। তারা এবং তাদের বংশধর। তারাই আজ আগুনে পোড়াচ্ছে সব, যারা কট্টর মুসলমান, যারা বিধর্মীদের ঘৃণা করে, যারা নারীবিদ্বেষী।'
advertisement
advertisement
advertisement
তসলিমার দাবি, 'এক আকাটা হিন্দুর নির্দেশে হাজার হাজার কাটা হিজবুতি হাতুড়ি শাবল আর বুলডোজার নিয়ে দৌড়োলো, স্বাধীনতাকামী বাঙালির তীর্থস্থান গুঁড়িয়ে দিয়ে উড়িয়ে দিল কালিমা-মাখা পতাকা। খুশিতে আত্মহারা পাকিস্তানী সেনারা, যে সেনারা তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল একাত্তরে। কাটা হিজবুতিদের বাংগানিস্তানে আকাটা হিন্দুটির কিন্তু কোনও জায়গা হবে না।'
advertisement
advertisement