Bangladesh Latest News Taslima Nasreen: 'কাঁদো বাংলাদেশ কাঁদো', বঙ্গবন্ধুর '৩২ ধানমন্ডি' বাড়ি গুঁড়িয়ে আগুন দিতেই গর্জে উঠলেন তসলিমা

Last Updated:
Bangladesh Latest News Taslima Nasreen: মুজিবরের ধানমন্ডির বাড়ি, দেশজুড়ে একাধিক জায়াগায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এপার বাংলার মানুষদের মধ্যেও।
1/10
বাংলাদেশের ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ধ্বংসলীলা চলল দুদিন ধরে। বুধবার রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
বাংলাদেশের ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ধ্বংসলীলা চলল দুদিন ধরে। বুধবার রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
advertisement
2/10
বৃহস্পতিবার সকালেও তা চলেছে। অনেকে সেই বাড়ি থেকে ইট-কাঠ-লোহা নিয়ে পালিয়ে যায়। নিয়ে যাওয়া হয় গুরুত্বপূর্ণ বইপত্র।
বৃহস্পতিবার সকালেও তা চলেছে। অনেকে সেই বাড়ি থেকে ইট-কাঠ-লোহা নিয়ে পালিয়ে যায়। নিয়ে যাওয়া হয় গুরুত্বপূর্ণ বইপত্র।
advertisement
3/10
মুজিবরের ধানমন্ডির বাড়ি, দেশজুড়ে একাধিক জায়াগায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এপার বাংলার মানুষদের মধ্যেও। আর এই দৃশ্য দেখে ক্ষোভ উগড়ে দিলেন তসলিমা নাসরিন।
মুজিবরের ধানমন্ডির বাড়ি, দেশজুড়ে একাধিক জায়াগায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এপার বাংলার মানুষদের মধ্যেও। আর এই দৃশ্য দেখে ক্ষোভ উগড়ে দিলেন তসলিমা নাসরিন।
advertisement
4/10
বহুদিন তিনি নিজের দেশে পা রাখেননি। শেখ হাসিনার সরকারই ছিল এই ঘটনার পিছনে। তবুও, নিজের দেশের এহেন ক্ষতি, ইতিহাসের এরকম বিকৃতি মেনে নিতে পারছেন না লেখিকা।
বহুদিন তিনি নিজের দেশে পা রাখেননি। শেখ হাসিনার সরকারই ছিল এই ঘটনার পিছনে। তবুও, নিজের দেশের এহেন ক্ষতি, ইতিহাসের এরকম বিকৃতি মেনে নিতে পারছেন না লেখিকা।
advertisement
5/10
ফেসবুকে তসলিমা লিখেছেন, 'হাসিনার ওপর রাগ, তাহলে ইসলামী সন্ত্রাসীরা  ধানমন্ডি ৩২ নম্বর ভাঙ্গেই বা কেন, জ্বালিয়েই বা দেয় কেন? হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, সেটাই কি যথেষ্ট নয়? ৩২ নম্বরের ওপর  আক্রমণ তারাই করছে,   যারা  বাংলাদেশ নামে কোনও স্বাধীন রাষ্ট্র চায়নি, যারা   ধর্মনিরপেক্ষতা চায়নি, যারা একাত্তরে ইসলামী রাষ্ট্র চেয়েছিল, যারা পাকিস্তানের মতো জঙ্গীরাষ্ট্রের সঙ্গী হতে চেয়েছিল।  তারা এবং তাদের বংশধর।  তারাই আজ   আগুনে পোড়াচ্ছে সব,  যারা কট্টর মুসলমান, যারা বিধর্মীদের ঘৃণা করে, যারা নারীবিদ্বেষী।'
ফেসবুকে তসলিমা লিখেছেন, 'হাসিনার ওপর রাগ, তাহলে ইসলামী সন্ত্রাসীরা ধানমন্ডি ৩২ নম্বর ভাঙ্গেই বা কেন, জ্বালিয়েই বা দেয় কেন? হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, সেটাই কি যথেষ্ট নয়? ৩২ নম্বরের ওপর আক্রমণ তারাই করছে, যারা বাংলাদেশ নামে কোনও স্বাধীন রাষ্ট্র চায়নি, যারা ধর্মনিরপেক্ষতা চায়নি, যারা একাত্তরে ইসলামী রাষ্ট্র চেয়েছিল, যারা পাকিস্তানের মতো জঙ্গীরাষ্ট্রের সঙ্গী হতে চেয়েছিল। তারা এবং তাদের বংশধর। তারাই আজ আগুনে পোড়াচ্ছে সব, যারা কট্টর মুসলমান, যারা বিধর্মীদের ঘৃণা করে, যারা নারীবিদ্বেষী।'
advertisement
6/10
তসলিমা আরও লিখেছেন, 'তারাই তো আজ ক্ষমতা ভোগ করছে। তারাই তো ইউনুস সরকার। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ  থাকবে, আর তারা ধ্বংসযজ্ঞ করে যাবে, শেখ মুজিবের নাম ইতিহাস থেকে মুছে দেবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিহ্ন করবে, এই স্বপ্ন তো তাদের নতুন নয়। ৫ আগস্টের পর থেকে স্বপ্নপুরণ করছে তারা।'
তসলিমা আরও লিখেছেন, 'তারাই তো আজ ক্ষমতা ভোগ করছে। তারাই তো ইউনুস সরকার। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ থাকবে, আর তারা ধ্বংসযজ্ঞ করে যাবে, শেখ মুজিবের নাম ইতিহাস থেকে মুছে দেবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিহ্ন করবে, এই স্বপ্ন তো তাদের নতুন নয়। ৫ আগস্টের পর থেকে স্বপ্নপুরণ করছে তারা।'
advertisement
7/10
তসলিমা ফেটে পড়েছেন ক্ষোভে। ফেসবুকে ফের লিখেছেন, 'স্বাধীন বাংলাদেশের স্থপতির শেষ চিহ্নটুকু আজ পুড়িয়ে ছাই করে দেওয়া হল। কাঁদো বাংলাদেশ কাঁদো।'
তসলিমা ফেটে পড়েছেন ক্ষোভে। ফেসবুকে ফের লিখেছেন, 'স্বাধীন বাংলাদেশের স্থপতির শেষ চিহ্নটুকু আজ পুড়িয়ে ছাই করে দেওয়া হল।
কাঁদো বাংলাদেশ কাঁদো।'
advertisement
8/10
তসলিমার দাবি, 'এক আকাটা হিন্দুর নির্দেশে হাজার হাজার কাটা হিজবুতি হাতুড়ি শাবল আর বুলডোজার  নিয়ে দৌড়োলো, স্বাধীনতাকামী বাঙালির তীর্থস্থান গুঁড়িয়ে দিয়ে  উড়িয়ে  দিল কালিমা-মাখা পতাকা। খুশিতে আত্মহারা পাকিস্তানী সেনারা, যে সেনারা তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল একাত্তরে।  কাটা হিজবুতিদের বাংগানিস্তানে আকাটা হিন্দুটির কিন্তু  কোনও জায়গা হবে না।'
তসলিমার দাবি, 'এক আকাটা হিন্দুর নির্দেশে হাজার হাজার কাটা হিজবুতি হাতুড়ি শাবল আর বুলডোজার নিয়ে দৌড়োলো, স্বাধীনতাকামী বাঙালির তীর্থস্থান গুঁড়িয়ে দিয়ে উড়িয়ে দিল কালিমা-মাখা পতাকা। খুশিতে আত্মহারা পাকিস্তানী সেনারা, যে সেনারা তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল একাত্তরে। কাটা হিজবুতিদের বাংগানিস্তানে আকাটা হিন্দুটির কিন্তু কোনও জায়গা হবে না।'
advertisement
9/10
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলে।
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলে।
advertisement
10/10
ভেঙে গুড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।  সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ভেঙে গুড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement