এর ফলে ইলিশের জোগান বেড়েছে। কম ওজনের ইলিশের দাম বেশ কমেছে ওপার বাংলাতে। তবে বড় সুখবর হল বাংলাদেশে এবার প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ ( Padma Ilish Fish) উঠেছে জালে। স্বাদে সমুদ্রের ইলিশকে টেক্কা দিতে পারে পদ্মার ইলিশ। যদিও এপার বাংলাতে এখনও পদ্মার ইলিশ (Padma Hilsa) তেমন দেখা যায়নি। তার জন্য কলকাতার বাঙালিকে অপেক্ষা করতে হবে।