Viral News: অণ্ডকোষে সারাক্ষণ বাঁশির মতো শব্দ! আজব অসুখে মহাসমস্যায় বৃদ্ধ

Last Updated:
Viral News: ওই বৃদ্ধের অণ্ডকোষে সারাক্ষণ হিস্ হিস্ শব্দ হচ্ছিল। এ আবার কেমন অসুখ!
1/6
ব্যাপারটা তিনি কার্যত হঠাত্ করেই আবিষ্কার করেন। অণ্ডকোষ থেকে আসছে বাঁশির মতো শব্দ। আর সেটা প্রায় সারক্ষণই হচ্ছে। এমনও হয়!
ব্যাপারটা তিনি কার্যত হঠাত্ করেই আবিষ্কার করেন। অণ্ডকোষ থেকে আসছে বাঁশির মতো শব্দ। আর সেটা প্রায় সারক্ষণই হচ্ছে। এমনও হয়!
advertisement
2/6
আমেরিকার ওহিও শহরের ৭২ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে আজব অসুখ বাসা বেঁধেছে। চিকিত্সকরা এই অসুখের নাম বলছেন- ‘হুইসলিং স্ক্রোটাম’।
আমেরিকার ওহিও শহরের ৭২ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে আজব অসুখ বাসা বেঁধেছে। চিকিত্সকরা এই অসুখের নাম বলছেন- ‘হুইসলিং স্ক্রোটাম’।
advertisement
3/6
জানা গিয়েছে, সারা বিশ্বে ওই বৃদ্ধই প্রথম এমন রোগে আক্রান্ত হয়েছেন। মার্কিন জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধের অণ্ডকোষ থেকে হিস হিস শব্দ হচ্ছিল। সেইসঙ্গে তিনি প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন।
জানা গিয়েছে, সারা বিশ্বে ওই বৃদ্ধই প্রথম এমন রোগে আক্রান্ত হয়েছেন। মার্কিন জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধের অণ্ডকোষ থেকে হিস হিস শব্দ হচ্ছিল। সেইসঙ্গে তিনি প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন।
advertisement
4/6
চিকিত্সকরা এক্স-রে করে জানতে পারেন, ওই বৃদ্ধের ফুসফুসের অবস্থা খুবই খারাপ ছিল। বুকে বাতাস জমে ছিল। এমনকী শরীরে বিভিন্ন অংশে বাতাস ভরা ছিল। ফলে ফুসফুসের উপর চাপ ক্রমশ বাড়ছিল।
চিকিত্সকরা এক্স-রে করে জানতে পারেন, ওই বৃদ্ধের ফুসফুসের অবস্থা খুবই খারাপ ছিল। বুকে বাতাস জমে ছিল। এমনকী শরীরে বিভিন্ন অংশে বাতাস ভরা ছিল। ফলে ফুসফুসের উপর চাপ ক্রমশ বাড়ছিল।
advertisement
5/6
মাস পাঁচেক আগে ওই বৃৃদ্ধের অণ্ডকোষে সমস্যা দেখা দিয়েছিল। অণ্ডকোষ ফুলে যাওয়ায় অপারেশন করতে হয়। সেই অপারেশনের ক্ষতস্থান উন্মুক্ত হয়ে ছিল। আর সেখান দিয়েই বাতাস বেরোচ্ছিল ক্রমাগত।
মাস পাঁচেক আগে ওই বৃৃদ্ধের অণ্ডকোষে সমস্যা দেখা দিয়েছিল। অণ্ডকোষ ফুলে যাওয়ায় অপারেশন করতে হয়। সেই অপারেশনের ক্ষতস্থান উন্মুক্ত হয়ে ছিল। আর সেখান দিয়েই বাতাস বেরোচ্ছিল ক্রমাগত।
advertisement
6/6
চিকিত্সকরা তড়িঘড়ি ওই বৃদ্ধের দুটি অণ্ডকোষ কেটে বাদ দেন। তবে কীভাবে অণ্ডকোষ দিয়ে বাতাস বেরোচ্ছিল তা নিয়ে সন্দিহান চিকিত্সকরা। সেই বৃদ্ধ এখন অনেকটাই সুস্থ। চিকিত্সকরা জানিয়েছেন, সময়মতো অস্ত্রোপচার না হলে তাঁর প্রাণসংশয় হতে পারত।
চিকিত্সকরা তড়িঘড়ি ওই বৃদ্ধের দুটি অণ্ডকোষ কেটে বাদ দেন। তবে কীভাবে অণ্ডকোষ দিয়ে বাতাস বেরোচ্ছিল তা নিয়ে সন্দিহান চিকিত্সকরা। সেই বৃদ্ধ এখন অনেকটাই সুস্থ। চিকিত্সকরা জানিয়েছেন, সময়মতো অস্ত্রোপচার না হলে তাঁর প্রাণসংশয় হতে পারত।
advertisement
advertisement
advertisement