উদ্ভট সব ইচ্ছে! চাঁদের বুকে এ কী বানাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প! এমন ইচ্ছে, ভয় পেতে শুরু করেছে রাশিয়া, চিনও

Last Updated:
চাঁদের বুকে পারমাণবিক চুল্লি বানাতে চায় আমেরিকা। নাসার অধিকর্তা সিন ডাফি সংস্থাকে এমনই পরিকল্পনার জন্য নির্দেশ দিয়েছে বলে খবর।
1/5
সেই হিসেবে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২৮৭ দিন মহাকাশে থাকার জন্য ১১৪৮ মার্কিন ডলার (ভারতীয় মুবদ্রায় ১ লক্ষ টাকা) মতো অতিরিক্ত পাবেন৷
চাঁদের বুকে পারমাণবিক চুল্লি বানাতে চায় আমেরিকা। নাসার অধিকর্তা সিন ডাফি সংস্থাকে এমনই পরিকল্পনার জন্য নির্দেশ দিয়েছে বলে খবর।
advertisement
2/5
 এর আগে রাশিয়া এবং চিনও চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির জন্য যৌথ উদ্যোগ শুরু করেছে। তাই সেই দৌড়ে জিততে এবার তৎপর হল আমেরিকাও।
এর আগে রাশিয়া এবং চিনও চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির জন্য যৌথ উদ্যোগ শুরু করেছে। তাই সেই দৌড়ে জিততে এবার তৎপর হল আমেরিকাও।
advertisement
3/5
 এই প্রসঙ্গে মঙ্গলবার সংবাদমাধ্যমকে ডাফি বলেন, "আমরা চাঁদে এই উদ্যোগের জন্য এক প্রতিযোগিতায় আছি।"
এই প্রসঙ্গে মঙ্গলবার সংবাদমাধ্যমকে ডাফি বলেন, "আমরা চাঁদে এই উদ্যোগের জন্য এক প্রতিযোগিতায় আছি।"
advertisement
4/5
এই সময় চাঁদ মিথুন রাশিতে প্রবেশ করায় এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ায়, এই রাশিতে বুদ্ধিমত্তা, যোগাযোগ ক্ষমতা ও সামাজিকতার প্রভাব বৃদ্ধি পাবে। গজকেশরী যোগ অর্থ, কর্মজীবন এবং আধ্যাত্মিক অগ্রগতির দিক থেকে কিছু রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে।
মূলত চাঁদের দক্ষিণ মেরুতেই পারমাণবিক চুল্লি করতে চায় রাশিয়া এবং চিন। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই এই উদ্যোগ নিয়েছিল। কিন্তু, এই রেসে চিন এবং রাশিয়া যদি জিতে যায় তাহলে চাঁদের একাংশ দখল হয়ে যাবে বলে ধরে নেয় আমেরিকা।
advertisement
5/5
ফেব্রুয়ারি মাস চলছে। এই মাসে ভ্যালেন্টাইন সপ্তাহে যেখানে হৃদয়ে প্রেমের উন্মাদনা উঠবে, সেখানে আকাশে স্নো মুনের সুন্দর দৃশ্যও দেখা যাবে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের পূর্ণিমার রাতে আকাশে পূর্ণ চাঁদ দেখা যাবে, কিন্তু এবার এই চাঁদটি খুবই বিশেষ হবে, কারণ চাঁদের আলো দুধের মতো সাদা হবে।
তাই চাঁদের দক্ষিণ অংশে পারমাণবিক চুল্লি বসাতে চাইছে ট্রাম্প প্রশাসন।
advertisement
advertisement
advertisement