Water Allergy: জলেই লুকিয়ে বিপদ! খাওয়া-স্নান বন্ধ, এমনকি চোখের জলেও পুড়ে যাচ্ছে গাল! কী রোগ এটা?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এর নাম অ্যাকউয়াজেনিক উরটিক্যারিয়া (aquagenic urticaria)৷ বয়ঃসন্ধিতে এই রোগের আবির্ভাব হয়৷
advertisement
*মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা ১৫ বছরের অ্যাবিগ্যাল বেক৷ খুবই দুরারোগ্য ব্যাধিতে ভুগছে সে৷ জলে তার সহ্য হয় না! না জল খেতে পারে৷ না পারে স্নানের জন্য জল ব্যবহার করতে৷ না কাঁদতে পারে প্রাণ খুলে৷ কারণ শরীরে জলের ছোঁয়া লাগলেই যে জ্বলন শুরু হয়৷ জল খেতে গেলে গলার ভিতর পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়৷
advertisement
advertisement
*১৩ বছর বয়সে এই রোগে আক্রন্ত হয় অ্যাবিগ্যাল৷ চিকিৎসকরা তাকে রিহাইড্রেশন পিল দিয়েছেন৷ মার্কিন কিশোরী বলছেন যে বৃষ্টির জল তার গায়ে পড়লে যেন মনে হয় তার উপর অ্যাসিড ঢালা হচ্ছে৷ জল খেতে তা বমি হয় সঙ্গে সঙ্গে৷ এনার্জি ড্রিঙ্ক এবং বেদানার রস খেয়ে বেঁচে রয়েছে কিশোরী৷ শুধুমাত্র ওষুধ গিলতে জল খেতে পারে সে, তাও অল্প পরিমাণে৷
advertisement
advertisement