Water Allergy: জলেই লুকিয়ে বিপদ! খাওয়া-স্নান বন্ধ, এমনকি চোখের জলেও পুড়ে যাচ্ছে গাল! কী রোগ এটা?

Last Updated:
এর নাম অ্যাকউয়াজেনিক উরটিক্যারিয়া (aquagenic urticaria)৷ বয়ঃসন্ধিতে এই রোগের আবির্ভাব হয়৷
1/6
*জলই জীবন৷ এটা তো সকলেই জানেন৷ সেই জলেই যে লুকিয়ে বিপদ, এটা তো বোঝার উপায় ছিল না! জল খেলে বা স্নান করলে শরীরে শুরু হয় অসম্ভব যন্ত্রণা৷ এমনকী চোখের জলে মুখ পুড়ে যাওয়ার জোগাড়! খুবই অদ্ভূত এই রোগে আক্রান্ত ১৫ বছরের এক কিশোরী৷
*জলই জীবন৷ এটা তো সকলেই জানেন৷ সেই জলেই যে লুকিয়ে বিপদ, এটা তো বোঝার উপায় ছিল না! জল খেলে বা স্নান করলে শরীরে শুরু হয় অসম্ভব যন্ত্রণা৷ এমনকী চোখের জলে মুখ পুড়ে যাওয়ার জোগাড়! খুবই অদ্ভূত এই রোগে আক্রান্ত ১৫ বছরের এক কিশোরী৷
advertisement
2/6
*মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা ১৫ বছরের অ্যাবিগ্যাল বেক৷ খুবই দুরারোগ্য ব্যাধিতে ভুগছে সে৷ জলে তার সহ্য হয় না! না জল খেতে পারে৷ না পারে স্নানের জন্য জল ব্যবহার করতে৷ না কাঁদতে পারে প্রাণ খুলে৷ কারণ শরীরে জলের ছোঁয়া লাগলেই যে জ্বলন শুরু হয়৷ জল খেতে গেলে গলার ভিতর পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়৷
*মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা ১৫ বছরের অ্যাবিগ্যাল বেক৷ খুবই দুরারোগ্য ব্যাধিতে ভুগছে সে৷ জলে তার সহ্য হয় না! না জল খেতে পারে৷ না পারে স্নানের জন্য জল ব্যবহার করতে৷ না কাঁদতে পারে প্রাণ খুলে৷ কারণ শরীরে জলের ছোঁয়া লাগলেই যে জ্বলন শুরু হয়৷ জল খেতে গেলে গলার ভিতর পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়৷
advertisement
3/6
*খুবই ভয়ঙ্কর এই রোগ৷ খুবই বিরল এই রোগ৷ তবে অজানা নয়৷ গোটা বিশ্বের প্রায় ১০০ জন এই রোগে আক্রান্ত৷ যার নাম অ্যাকউয়াজেনিক উরটিক্যারিয়া (aquagenic urticaria)৷ বয়ঃসন্ধিতে এই রোগের আবির্ভাব হয়৷
*খুবই ভয়ঙ্কর এই রোগ৷ খুবই বিরল এই রোগ৷ তবে অজানা নয়৷ গোটা বিশ্বের প্রায় ১০০ জন এই রোগে আক্রান্ত৷ যার নাম অ্যাকউয়াজেনিক উরটিক্যারিয়া (aquagenic urticaria)৷ বয়ঃসন্ধিতে এই রোগের আবির্ভাব হয়৷
advertisement
4/6
*১৩ বছর বয়সে এই রোগে আক্রন্ত হয় অ্যাবিগ্যাল৷ চিকিৎসকরা তাকে রিহাইড্রেশন পিল দিয়েছেন৷ মার্কিন কিশোরী বলছেন যে বৃষ্টির জল তার গায়ে পড়লে যেন মনে হয় তার উপর অ্যাসিড ঢালা হচ্ছে৷ জল খেতে তা বমি হয় সঙ্গে সঙ্গে৷ এনার্জি ড্রিঙ্ক এবং বেদানার রস খেয়ে বেঁচে রয়েছে কিশোরী৷ শুধুমাত্র ওষুধ গিলতে জল খেতে পারে সে, তাও অল্প পরিমাণে৷
*১৩ বছর বয়সে এই রোগে আক্রন্ত হয় অ্যাবিগ্যাল৷ চিকিৎসকরা তাকে রিহাইড্রেশন পিল দিয়েছেন৷ মার্কিন কিশোরী বলছেন যে বৃষ্টির জল তার গায়ে পড়লে যেন মনে হয় তার উপর অ্যাসিড ঢালা হচ্ছে৷ জল খেতে তা বমি হয় সঙ্গে সঙ্গে৷ এনার্জি ড্রিঙ্ক এবং বেদানার রস খেয়ে বেঁচে রয়েছে কিশোরী৷ শুধুমাত্র ওষুধ গিলতে জল খেতে পারে সে, তাও অল্প পরিমাণে৷
advertisement
5/6
*প্রথমে অ্যাবিগ্যালের পরিবার সন্দেহ করে যে তাদের বাড়ির জলে কোনও সমস্যা রয়েছে বা কোন ক্রিমের থেকে তার শরীরে এমন দাগ দাগ হচ্ছে৷ পরে চিকিৎসকের কাছে যেতে ধরা পড়ে বীভৎস এই রোগ৷ সবথেকে আশ্চর্যজনক হল মন খারাপ হলেও কাঁদতে পারে না কিশোরী৷ কারণ নিজের চোখের জলেই গালে ফোসকা পড়ে তার৷
*প্রথমে অ্যাবিগ্যালের পরিবার সন্দেহ করে যে তাদের বাড়ির জলে কোনও সমস্যা রয়েছে বা কোন ক্রিমের থেকে তার শরীরে এমন দাগ দাগ হচ্ছে৷ পরে চিকিৎসকের কাছে যেতে ধরা পড়ে বীভৎস এই রোগ৷ সবথেকে আশ্চর্যজনক হল মন খারাপ হলেও কাঁদতে পারে না কিশোরী৷ কারণ নিজের চোখের জলেই গালে ফোসকা পড়ে তার৷
advertisement
6/6
*এই রোগের ব্যাপারে সকলকে সচেতন করতে উদ্যোত হয়েছে মার্কিন কিশোরী৷ কারণ তার কথায়, প্রথমত কেউ ভাবতেই পারেন না যে জল থেকে কোনও রকম রোগ বা অ্যালার্জি হতে পারে৷ তাই সকলের কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই৷ সকলের এই ব্যাপারে সচেতন করতে চাই৷
*এই রোগের ব্যাপারে সকলকে সচেতন করতে উদ্যোত হয়েছে মার্কিন কিশোরী৷ কারণ তার কথায়, প্রথমত কেউ ভাবতেই পারেন না যে জল থেকে কোনও রকম রোগ বা অ্যালার্জি হতে পারে৷ তাই সকলের কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই৷ সকলের এই ব্যাপারে সচেতন করতে চাই৷
advertisement
advertisement
advertisement