তবে এখনও পর্যন্ত যা খবর, এর প্রভাবে মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগে অবশ্য শোনা গিয়েছিল, পৃথিবী থেকে মাত্র ২৮৯০ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু মাধ্যাকর্ষণের টানে নিজের গতিপথ পরিবর্তন করে গ্রহাণুটি। আর তা সরাসরি পৃথিবীর বুকে এসে পড়ে। তবে গ্রিনল্যান্ডে এই গ্রহাণু আছড়ে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, গ্রহাণুটির গতিবেগ শব্দের থেকেও পাঁচ গুণ বেশি ছিল। বিজ্ঞানীদের মতে, 'EB5' নামে ওই গ্রহাণুর যা গতিবেগ ছিল, তাতে মারাত্মক প্রভাব ফেলতে পারত পৃথিবীর বুকে। গ্রহাণু আছড়ে পড়ার পর এমন বিস্ফোরণ হতে পারত, যা পাঁচটি গ্রেনেড বিস্ফোরণের সমান। কিন্তু কোন রকমে সেই ক্ষতি এড়ায় পৃথিবী।