Photos: ৮৫ বছরেও শরীরে টাটকা প্রেম! ব্রেক আপের পর নাতির বয়সি ছেলের খোঁজে প্রৌঢ়া...

Last Updated:
৮৫ বছরের হেট্টি রেট্রোগেজ (Hattie Retroage) এখন পাগলের মতো খুঁজে চলেছেন ছোট বয়সের প্রেমিক!
1/9
•৩৯ বছরের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমের খোঁজে ৮৫ বছরের হেট্টি রেট্রোগেজ৷ তিনি নিউ ইয়র্কের বাসিন্দা৷ বিচ্ছেদের পর এখন বাম্বেল অ্যাকাউন্ট খুলতে চলেছেন তিনি৷
•৩৯ বছরের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমের খোঁজে ৮৫ বছরের হেট্টি রেট্রোগেজ৷ তিনি নিউ ইয়র্কের বাসিন্দা৷ বিচ্ছেদের পর এখন বাম্বেল অ্যাকাউন্ট খুলতে চলেছেন তিনি৷
advertisement
2/9
•এই বাম্বেল থেকেই নাতির বয়সি ছেলের খোঁজ পাবেন তিনি৷ আশাবাদী এই প্রৌঢ়া৷ আর তার সঙ্গে জীবনের মজা ভাগ করে নিতে মরিয়া ৮৫ বছরের মহিলা৷
•এই বাম্বেল থেকেই নাতির বয়সি ছেলের খোঁজ পাবেন তিনি৷ আশাবাদী এই প্রৌঢ়া৷ আর তার সঙ্গে জীবনের মজা ভাগ করে নিতে মরিয়া ৮৫ বছরের মহিলা৷
advertisement
3/9
•৪৮ বছর বয়সে ডিভোর্স হয় হেট্টির৷ তারপর থেকে কম বয়সিদের সঙ্গে প্রেমে মজেছেন তিনি৷ অল্প বয়সি ছেলেই তাঁর পছন্দ৷
•৪৮ বছর বয়সে ডিভোর্স হয় হেট্টির৷ তারপর থেকে কম বয়সিদের সঙ্গে প্রেমে মজেছেন তিনি৷ অল্প বয়সি ছেলেই তাঁর পছন্দ৷
advertisement
4/9
•সম্প্রতি প্রেম ভাঙার পর সিঙ্গল রয়েছেন হেট্টি৷ তবে মন ভাল নেই৷ প্রেমেই ডুবে থাকতে চান তিনি৷ তাই এবার ডেটিং অ্যাপ বাম্বেলে নিজের অ্যাকাউন্ট খুলবেন বসে স্থির করেছেন ৮৫ বছরের হট লেডি! তাঁর দাবি, ইতিমধ্যেই ইজরায়েলের এক যুবক তাঁর ডাকে সাড়া দিয়েছে! হেট্টির সোশ্যাল প্রোফাইল দেখে তাকে পছন্দ হয়েছে যুবকের৷ প্রেমের প্রস্তাব পাঠিয়েছে৷
•সম্প্রতি প্রেম ভাঙার পর সিঙ্গল রয়েছেন হেট্টি৷ তবে মন ভাল নেই৷ প্রেমেই ডুবে থাকতে চান তিনি৷ তাই এবার ডেটিং অ্যাপ বাম্বেলে নিজের অ্যাকাউন্ট খুলবেন বসে স্থির করেছেন ৮৫ বছরের হট লেডি! তাঁর দাবি, ইতিমধ্যেই ইজরায়েলের এক যুবক তাঁর ডাকে সাড়া দিয়েছে! হেট্টির সোশ্যাল প্রোফাইল দেখে তাকে পছন্দ হয়েছে যুবকের৷ প্রেমের প্রস্তাব পাঠিয়েছে৷
advertisement
5/9
•এর আগে টিন্ডারে প্রোফাইল ছিল হেট্টি৷ সপ্তাহে ৩ বার তিনি কম বয়সি ছেলেদের সঙ্গে ডেটে যেতেন৷ কিন্তু কোনও এক কারণে তাঁর টিন্ডার অ্যাকাউন্টটি ব্লক হয়েছে৷ ফলে সেই রাস্তা বন্ধ৷ এখন নতুন রাস্তা খুঁজছেন তিনি৷
•এর আগে টিন্ডারে প্রোফাইল ছিল হেট্টি৷ সপ্তাহে ৩ বার তিনি কম বয়সি ছেলেদের সঙ্গে ডেটে যেতেন৷ কিন্তু কোনও এক কারণে তাঁর টিন্ডার অ্যাকাউন্টটি ব্লক হয়েছে৷ ফলে সেই রাস্তা বন্ধ৷ এখন নতুন রাস্তা খুঁজছেন তিনি৷
advertisement
6/9
•১৯৮৪র স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন তিনি৷ কারণ ছিল সন্তানের পড়াশুনার জন্য খুব বেশি চাপ নিতেন না স্বামী৷ কলেজে ভর্তি করার বিষয়ে ছিল না কোনও আগ্রহ৷ তাই স্বামীর ঘর ছাড়েন হেট্টি৷ দুই সন্তানের জননী, হেট্টির রয়েছে ৩ নাতি-নাতনি৷
•১৯৮৪র স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন তিনি৷ কারণ ছিল সন্তানের পড়াশুনার জন্য খুব বেশি চাপ নিতেন না স্বামী৷ কলেজে ভর্তি করার বিষয়ে ছিল না কোনও আগ্রহ৷ তাই স্বামীর ঘর ছাড়েন হেট্টি৷ দুই সন্তানের জননী, হেট্টির রয়েছে ৩ নাতি-নাতনি৷
advertisement
7/9
•তিনি পেশায় ছিল নৃত্য শিল্পী৷ এখন তিনি লেখক ও লাইফ কোচ হিসেবে কাজ করেন৷
•তিনি পেশায় ছিল নৃত্য শিল্পী৷ এখন তিনি লেখক ও লাইফ কোচ হিসেবে কাজ করেন৷
advertisement
8/9
•এক সময় সংবাদপত্রে তিনি বয়ফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন! তবে উল্লেখ করেছিলেন যে তাঁর ৩৫ বছরের ছোট ছেলে প্রয়োজন, প্রেমিক হিসেবে৷ সেই বিজ্ঞাপনে মেলে দারুণ সাড়া৷ সেই থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি হেট্টিকে৷
•এক সময় সংবাদপত্রে তিনি বয়ফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন! তবে উল্লেখ করেছিলেন যে তাঁর ৩৫ বছরের ছোট ছেলে প্রয়োজন, প্রেমিক হিসেবে৷ সেই বিজ্ঞাপনে মেলে দারুণ সাড়া৷ সেই থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি হেট্টিকে৷
advertisement
9/9
•নিয়মিত সাঁতার করেন, জিমে যান নিজেকে ফিট রাখতে৷ একেবারে টানটান শরীর৷ মুখে অবশ্য বয়সের দাগ স্পষ্ট৷ তবে মনে নয়! তিনি তো চির যুবতী! তাঁকে দেখে এই গানটি গাওয়া যেতেই পারে...কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি!
•নিয়মিত সাঁতার করেন, জিমে যান নিজেকে ফিট রাখতে৷ একেবারে টানটান শরীর৷ মুখে অবশ্য বয়সের দাগ স্পষ্ট৷ তবে মনে নয়! তিনি তো চির যুবতী! তাঁকে দেখে এই গানটি গাওয়া যেতেই পারে...কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি!
advertisement
advertisement
advertisement