চোখের জলে শেষ শ্রদ্ধা কর্নেল সন্তোষ বাবুকে, শহিদের রক্ত বিফলে যাবে না বলছে আট থেকে আশি

Last Updated:
সোমবার সংবাদমাধ্যমে সবার প্রথম তাঁর মৃত্যুর খবর আসে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা অফিসারের সঙ্গে বৈঠক সারতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় চিনা বাহিনী কর্নেল সহ অন্য জওয়ানদের উপর হামলা চালায়।
1/8
বীর শহিদ তিনি। মৃত্যু তাঁকে অমর করেছে। চিন ভারত সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাঁদল আট থেকে আশি সকলে। গোটা দেশের মুখে আজ তাঁর ত্যাগের কথা
বীর শহিদ তিনি। মৃত্যু তাঁকে অমর করেছে। চিন ভারত সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাঁদল আট থেকে আশি সকলে। গোটা দেশের মুখে আজ তাঁর ত্যাগের কথা
advertisement
2/8
এদিন কর্নেলের দেহাবশেষ নিয়ে আসা হয় তাঁর নিজের এলাকায়। তেলঙ্গনার বীর শহিদেক একবার ছুঁয়ে দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ।
এদিন কর্নেলের দেহাবশেষ নিয়ে আসা হয় তাঁর নিজের এলাকায়। তেলঙ্গনার বীর শহিদেক একবার ছুঁয়ে দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ।
advertisement
3/8
 এদিন সেনা বাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয় শহিদ কর্নেল সন্তোষবাবুকে।
এদিন সেনা বাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয় শহিদ কর্নেল সন্তোষবাবুকে।
advertisement
4/8
তেলঙ্গনার বীর শহিদেক একবার ছুঁয়ে দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ।
তেলঙ্গনার বীর শহিদেক একবার ছুঁয়ে দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ।
advertisement
5/8
ফুলে ফুলে ঢাকা একটি সামরিক বাহিনীর গাড়িতে নিয়ে আসা হয় কম্যান্ডিং অফিসার সন্তোষ বাবুর মৃতদেহ।
ফুলে ফুলে ঢাকা একটি সামরিক বাহিনীর গাড়িতে নিয়ে আসা হয় কম্যান্ডিং অফিসার সন্তোষ বাবুর মৃতদেহ।
advertisement
6/8
তাঁর ছবিতে মাল্যদান করেন প্রচুর মানুষ।
তাঁর ছবিতে মাল্যদান করেন প্রচুর মানুষ।
advertisement
7/8
সন্তোষ বাবুর বেড়ে ওঠা তেলেঙ্গনার সূর্যপেটের বিদ্যানগর মহল্লায়। ডিসেম্বরেই লাদাখের দায়িত্ব পান তিনি। অল্প কথার মানুষ নিহত কর্নেল খুহব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
সন্তোষ বাবুর বেড়ে ওঠা তেলেঙ্গনার সূর্যপেটের বিদ্যানগর মহল্লায়। ডিসেম্বরেই লাদাখের দায়িত্ব পান তিনি। অল্প কথার মানুষ নিহত কর্নেল খুহব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
advertisement
8/8
সোমবার সংবাদমাধ্যমে সবার প্রথম তাঁর মৃত্যুর খবর আসে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা অফিসারের সঙ্গে বৈঠক সারতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় চিনা বাহিনী কর্নেল সহ অন্য জওয়ানদের উপর হামলা চালায়।
সোমবার সংবাদমাধ্যমে সবার প্রথম তাঁর মৃত্যুর খবর আসে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা অফিসারের সঙ্গে বৈঠক সারতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় চিনা বাহিনী কর্নেল সহ অন্য জওয়ানদের উপর হামলা চালায়।
advertisement
advertisement
advertisement