চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ভারতীয় নৌবাহিনী

Last Updated:
ভারতীয় নৌবাহিনীর দু'টি যুদ্ধজাহাজ আইএনএস রানা এবং আইএনএস কুলিশ এই মহড়ায় অংশ নিয়েছিল৷
1/5
চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার ভারতীয় মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই এই সামরিক মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ কারণ জাপানের সঙ্গে চিনের সম্পর্কও ভাল নয়৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার ভারতীয় মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই এই সামরিক মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ কারণ জাপানের সঙ্গে চিনের সম্পর্কও ভাল নয়৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
advertisement
2/5
জাপানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যেই এই যৌথ মহড়ার ব্যবস্থা করা হয়েছিল৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
জাপানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যেই এই যৌথ মহড়ার ব্যবস্থা করা হয়েছিল৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
advertisement
3/5
ভারতীয় নৌবাহিনীর দু'টি যুদ্ধজাহাজ আইএনএস রানা এবং আইএনএস কুলিশ এই মহড়ায় অংশ নিয়েছিল৷ অন্যদিকে জাপানের নৌবাহিনীর জেএস কাশিমা এবং জেএস শুমিয়ুকি নামে দু'টি যুদ্ধজাহাজ এসেছিল৷ এই যৌথ মহড়ার আগে আমেরিকান কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে দক্ষিণ চিন সাগরে ড্রিলে অংশ নেয় জাপানের ওই দু'টি যুদ্ধজাহাজ৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
ভারতীয় নৌবাহিনীর দু'টি যুদ্ধজাহাজ আইএনএস রানা এবং আইএনএস কুলিশ এই মহড়ায় অংশ নিয়েছিল৷ অন্যদিকে জাপানের নৌবাহিনীর জেএস কাশিমা এবং জেএস শুমিয়ুকি নামে দু'টি যুদ্ধজাহাজ এসেছিল৷ এই যৌথ মহড়ার আগে আমেরিকান কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে দক্ষিণ চিন সাগরে ড্রিলে অংশ নেয় জাপানের ওই দু'টি যুদ্ধজাহাজ৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
advertisement
4/5
ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোসি সুজুকি ট্যুইটারে জানান, ভারতের সঙ্গে সৌজন্যমূলক মহড়াতে অংশ নিয়েছে জাপানের নৌবাহিনী৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোসি সুজুকি ট্যুইটারে জানান, ভারতের সঙ্গে সৌজন্যমূলক মহড়াতে অংশ নিয়েছে জাপানের নৌবাহিনী৷ PHOTO- Twitter/Satoshi Suzuki
advertisement
5/5
জাপান এবং ভারতীয় নৌবাহিনীর মহড়া নতুন কিছু না হলেও বর্তমানে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার মাঝে এবারের মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ (প্রতীকী ছবি), PHOTO- Twitter/Indian Navy
জাপান এবং ভারতীয় নৌবাহিনীর মহড়া নতুন কিছু না হলেও বর্তমানে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার মাঝে এবারের মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ (প্রতীকী ছবি), PHOTO- Twitter/Indian Navy
advertisement
advertisement
advertisement