গত কুড়ি দিনে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত ছ'টি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়েছে
ভারতীয় সেনাবাহিনী৷ এই পাহাড় চূড়োগুলির দখল নেওয়ার চেষ্টায় ছিল চিনের সেনাবাহিনীও৷ কিন্তু তাদের
আগেই সেখানে পৌঁছতে সক্ষম হন ভারতীয় জওয়ানরা৷ সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদনে এমনই দাবি
করা হয়েছে৷ প্রতীকী ছবি
সরকারের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'গদ ২৯ অগাস্ট থেকে সেপ্টেম্বরের দ্বিতীয়
সপ্তাহের মধ্যে ছ'টি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়ে নিয়ে ভারতীয় সেনাবাহিনী৷ যে পাহাড়চূড়োগুলি
আমাদের বাহিনী দখলে নিয়েছে তার মধ্যে রয়েছে, মগর হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাং লা, মোখপরি
এবং ফিঙ্কার ফোরের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ো৷'প্রতীকী ছবি