আকাশপথেও অনুপ্রবেশের চেষ্টা চিনা কপ্টারের, লাদাখে এয়ার ডিফেন্স মিসাইল পাঠাল ভারত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাশিয়ান প্রযুক্তিতে তৈরি এই এয়ার ডিফেন্স মিসাইল ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি ভারতীয় বায়ুসেনাও ব্যবহার করে৷
advertisement
কাঁধে নিয়ে নিক্ষেপ করা যায়, এরকম এয়ার ডিফেন্স মিসাইল আপাতত লাদাখে পাঠানো হয়েছে৷ সেনা সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, 'লাদাখের গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ো এবং উঁচু এলাকাগুলিতে রাশিয়ায় তৈরি ইগলা এয়ার ডিফেন্স মিসাইল পাঠানো হয়েছে৷ যাতে ভারতীয় আকাশসীমায় শত্রুপক্ষের কোনও বিমান ঢকে পড়লেই তা আটকানো যায়৷'
advertisement
advertisement
advertisement
advertisement
পূর্ব লাদাখে আকাশপথে চিনা আগ্রাসন রুখতে ইতিমধ্যেই মে মাসের শুরু থেকে সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমানকে মোতায়েন করেছে ভারত৷ এর পাশাপাশি চিনের জিনজিয়াং প্রদেশ এবং তিব্বত অঞ্চলে ছড়িয়ে থাকা চিনা বায়ুসেনার হোটান, গার গুনসা, কাশঘর, হপিং, ঢোনকা ডিজং, লিনঝি এবং পানঘাট এয়ারবেসগুলির উপরেও নজরদারি চালাচ্ছে ভারত৷ কারণ সীমান্তে ভারতের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হওয়ার পর থেকেই এই বায়ুসেনাঘাঁটি গুলিতে তৎপরতা বাড়িয়েছে চিন৷