ভয় পয়েছে চিন? রাজনাথের সঙ্গে দেখা করতে হোটেলে পৌঁছে গেলেন চিনা প্রতিরক্ষা মন্ত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফ্যাং (Wei Fenghe) যে কোনও পরিস্থিতিতে লাদাখ নিয়ে ভারতের অবস্থান জানতে চাইছেন৷ সে কারণে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কথা বলতে উদগ্রীব ছিলেন তিনি৷
advertisement
•দুই দেশের মধ্যে চলতে থাকা সীমান্তে সমস্যার সমাধানে আলোচনা আরও সক্রিয় করতে, চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফ্যাং (Wei Fenghe) যে হোটেলে রাজনাথ সিং রয়েছেন সেখানে পৌঁছন। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে দুই ঘন্টা চলা বৈঠকে ভারত নিজেদের তথ্য খুবই সহজভাবে ও দ্রুত চিনের সামনে তুলে ধরে এবং চিনের যে ভ্রান্ত ধারণ রয়েছে সীমান্ত নিয়ে, তা ঠারেঠরে চিনকে বুঝিয়ে দেয়৷
advertisement
advertisement
•চিন প্রতিরক্ষামন্ত্রী যে আলোচনার ব্যাপারে খুবই উদগ্রীব তা অনুমান করা যায়৷ কারণ বৈঠকে ওয়েই ফ্যাং বলেন যে তারা গত ৮০ দিনের মধ্যে তিনবার কথা বলার অনুরোধ করেছেন। গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনী প্যাংগং লেকের দক্ষিণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেভাবে দখল করেছে, তারপর চিনের পক্ষে আলোচনা ছাড়া কোনও উপায় নেই।
advertisement
•দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যে এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কড়া ভাষায় নিজের বক্তব্য রেখেছেন বলে সূত্রের খবর৷ তিনি স্পষ্ট করেছেন যে, পূর্ব লাদাখে উত্তেজনার একমাত্র কারণ চিনা সেনাদের আগ্রাসী মনোভাব। রাজনাথ সিং চিনকে একপ্রকার হুঁশিয়ারিও দেন যে, এভাবে চলতে থাকলে ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত।
advertisement
advertisement
advertisement