চিনের বিরুদ্ধে তৈরি ভারত! পাশে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার সমর্থন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চিনের বিরুদ্ধে গোটা বিশ্ব এক জোট হতে শুরু করেছে বলে জানিয়েছেন মাইক পম্পেও৷
▪️চিন ও ভারতের সীমান্ত বিরোধের কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে, তার দিকে নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেক্ট্রেটরি অব স্টেট মাইক পম্পেও জানিয়েছেন যে, চিনের কর্মকাণ্ড মোটেই সমর্থনযোগ্য নয়৷ সেই কারণে ভারত, অস্ট্রেলিয়া, জাপান দক্ষিণ কোরিয়ার এবং আমেরিকা একত্রিত হচ্ছে। এরা সকলেই ভারতের পাশে থেকে চিনের বিরোধ করবে৷
advertisement
advertisement
▪️মার্কিন সেক্ট্রেটরি অব স্টেট মাইক পম্পেও স্পষ্টভাবে বলেছেন যে, ভারতে চিনা সেনাবাহিনী যেভাবে আগ্রাসন নজরে আসছে তা থেকে একপ্রকার বোঝা যাচ্ছে সীমান্ত নিয়ে চিনের মনোভাব। NATO-র মতো একটি সংগঠন প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি,যার সদস্য হবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া৷ এবং দক্ষিণ কোরিয়া৷ চিনের বিরুদ্ধে গোটা বিশ্ব এক জোট হতে শুরু করেছে বলে জানিয়েছেন মাইক পম্পেও৷
advertisement
▪️নিউজ এজেন্সি পিটিআই জানাচ্ছে, দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে ভারতের প্রশ্নের জবাবে পম্পেও বলেন, "ভারত, অস্ট্রেলিয়া, জাপান বা দক্ষিণ কোরিয়া আমাদের বন্ধু দেশ৷ এই মুহূর্তে চিন তাদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ হামলা চালাচ্ছে৷ তবে যত এসব দেশের ওপর বিপদের আশঙ্কা বাড়বে, ততই তাঁদের সঙ্গে আমেরিকার সহযোগিতা বাড়াবে।(Photo-AFP)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement