চিনের বিরুদ্ধে তৈরি ভারত! পাশে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার সমর্থন

Last Updated:
চিনের বিরুদ্ধে গোটা বিশ্ব এক জোট হতে শুরু করেছে বলে জানিয়েছেন মাইক পম্পেও৷
1/10
▪️চিন ও ভারতের সীমান্ত বিরোধের কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে, তার দিকে নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেক্ট্রেটরি অব স্টেট মাইক পম্পেও জানিয়েছেন যে, চিনের কর্মকাণ্ড মোটেই সমর্থনযোগ্য নয়৷ সেই কারণে ভারত, অস্ট্রেলিয়া, জাপান দক্ষিণ কোরিয়ার এবং আমেরিকা একত্রিত হচ্ছে। এরা সকলেই ভারতের পাশে থেকে চিনের বিরোধ করবে৷
▪️চিন ও ভারতের সীমান্ত বিরোধের কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে, তার দিকে নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেক্ট্রেটরি অব স্টেট মাইক পম্পেও জানিয়েছেন যে, চিনের কর্মকাণ্ড মোটেই সমর্থনযোগ্য নয়৷ সেই কারণে ভারত, অস্ট্রেলিয়া, জাপান দক্ষিণ কোরিয়ার এবং আমেরিকা একত্রিত হচ্ছে। এরা সকলেই ভারতের পাশে থেকে চিনের বিরোধ করবে৷
advertisement
2/10
▪️মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে পম্পেও বলেন, আমি মনে করি যে চিনের কমিউনিস্ট পার্টি কখনই তাঁদের সততা, সাম্যতা এবং স্বচ্ছতার পরীক্ষা দিতে প্রস্তুত নয়৷ যে কারণে তাঁদের কর্মকাণ্ডের ওপর বিশ্বাস হারাচ্ছে অন্যান্য দেশ এবং গোটা বিশ্বেই প্রায় একত্রিত হতে শুরু করেছে চিনের বিরুদ্ধে।
▪️মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে পম্পেও বলেন, আমি মনে করি যে চিনের কমিউনিস্ট পার্টি কখনই তাঁদের সততা, সাম্যতা এবং স্বচ্ছতার পরীক্ষা দিতে প্রস্তুত নয়৷ যে কারণে তাঁদের কর্মকাণ্ডের ওপর বিশ্বাস হারাচ্ছে অন্যান্য দেশ এবং গোটা বিশ্বেই প্রায় একত্রিত হতে শুরু করেছে চিনের বিরুদ্ধে।
advertisement
3/10
▪️মার্কিন সেক্ট্রেটরি অব স্টেট মাইক পম্পেও স্পষ্টভাবে বলেছেন যে, ভারতে চিনা সেনাবাহিনী যেভাবে আগ্রাসন নজরে আসছে তা থেকে একপ্রকার বোঝা যাচ্ছে সীমান্ত নিয়ে চিনের মনোভাব। NATO-র মতো একটি সংগঠন প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি,যার সদস্য হবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া৷ এবং দক্ষিণ কোরিয়া৷ চিনের বিরুদ্ধে গোটা বিশ্ব এক জোট হতে শুরু করেছে বলে জানিয়েছেন মাইক পম্পেও৷
▪️মার্কিন সেক্ট্রেটরি অব স্টেট মাইক পম্পেও স্পষ্টভাবে বলেছেন যে, ভারতে চিনা সেনাবাহিনী যেভাবে আগ্রাসন নজরে আসছে তা থেকে একপ্রকার বোঝা যাচ্ছে সীমান্ত নিয়ে চিনের মনোভাব। NATO-র মতো একটি সংগঠন প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি,যার সদস্য হবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া৷ এবং দক্ষিণ কোরিয়া৷ চিনের বিরুদ্ধে গোটা বিশ্ব এক জোট হতে শুরু করেছে বলে জানিয়েছেন মাইক পম্পেও৷
advertisement
4/10
▪️নিউজ এজেন্সি পিটিআই জানাচ্ছে, দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে ভারতের প্রশ্নের জবাবে পম্পেও বলেন, "ভারত, অস্ট্রেলিয়া, জাপান বা দক্ষিণ কোরিয়া আমাদের বন্ধু দেশ৷ এই মুহূর্তে চিন তাদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ হামলা চালাচ্ছে৷ তবে যত এসব দেশের ওপর বিপদের আশঙ্কা বাড়বে, ততই তাঁদের সঙ্গে আমেরিকার সহযোগিতা বাড়াবে।(Photo-AFP)
▪️নিউজ এজেন্সি পিটিআই জানাচ্ছে, দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে ভারতের প্রশ্নের জবাবে পম্পেও বলেন, "ভারত, অস্ট্রেলিয়া, জাপান বা দক্ষিণ কোরিয়া আমাদের বন্ধু দেশ৷ এই মুহূর্তে চিন তাদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ হামলা চালাচ্ছে৷ তবে যত এসব দেশের ওপর বিপদের আশঙ্কা বাড়বে, ততই তাঁদের সঙ্গে আমেরিকার সহযোগিতা বাড়াবে।(Photo-AFP)
advertisement
5/10
▪️এর পরে মাইক পম্পেও আরও বলেন যে, তাঁর আশা প্রকাশ করেছেন যে ভারত-চিন সীমান্ত যে সমস্যা তৈরি হয়েছে, তার শান্তিপূর্ণভাবে সমাধান হবে। পম্পেওর মতে যে চিনের কমিউনিস্ট পার্টি স্পষ্টতই প্রতিবেশী দেশগুলির সঙ্গে দাদাগিরি চালাচ্ছে৷ যেমন ভারত ও তাইওয়ান৷ (Photo-AFP)
▪️এর পরে মাইক পম্পেও আরও বলেন যে, তাঁর আশা প্রকাশ করেছেন যে ভারত-চিন সীমান্ত যে সমস্যা তৈরি হয়েছে, তার শান্তিপূর্ণভাবে সমাধান হবে। পম্পেওর মতে যে চিনের কমিউনিস্ট পার্টি স্পষ্টতই প্রতিবেশী দেশগুলির সঙ্গে দাদাগিরি চালাচ্ছে৷ যেমন ভারত ও তাইওয়ান৷ (Photo-AFP)
advertisement
6/10
▪️এই দাদগিরি স্পষ্ট দেখা যাচ্ছে দক্ষিণ চিন সাগরে। তবে এসবের মধ্যেও তিনি আশাবাদী যে সবের শান্তিপূর্ণ মীমাংশা হবে৷ তাইওয়ানের উপসাগর থেকে শুরু করে হিমালয় ও তারও পূর্ব পর্যন্ত, চিন সরকার প্রতিবেশীদের মধ্যে নিজের মহিমা প্রদর্শন করছে।(Photo-AFP)
▪️এই দাদগিরি স্পষ্ট দেখা যাচ্ছে দক্ষিণ চিন সাগরে। তবে এসবের মধ্যেও তিনি আশাবাদী যে সবের শান্তিপূর্ণ মীমাংশা হবে৷ তাইওয়ানের উপসাগর থেকে শুরু করে হিমালয় ও তারও পূর্ব পর্যন্ত, চিন সরকার প্রতিবেশীদের মধ্যে নিজের মহিমা প্রদর্শন করছে।(Photo-AFP)
advertisement
7/10
▪️এদিকে ভারতে নিষিদ্ধ PUBG সহ চিনা অ্যাপের বিষয় ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ অ্যাপের মাধ্যমে আড়ি পাতা বা অন্য দেশের নিরাপত্তার বিষয় চোরাগোপ্তা নজর রাখার ঘোর বিরোধী আমেরিকা৷ (Photo-AFP)
▪️এদিকে ভারতে নিষিদ্ধ PUBG সহ চিনা অ্যাপের বিষয় ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ অ্যাপের মাধ্যমে আড়ি পাতা বা অন্য দেশের নিরাপত্তার বিষয় চোরাগোপ্তা নজর রাখার ঘোর বিরোধী আমেরিকা৷ (Photo-AFP)
advertisement
8/10
▪️২৯ ও ৩০ অগাস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ দিক চিনা সেনার দখলের উদ্দেশ্য ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী৷ তবে এক্ষেত্রে চিন অভিযোগ যে ভারতীয় সেনা তাদের মাটিতে অনুপ্রবেশ চালিয়েছে।(Photo-AFP)
▪️২৯ ও ৩০ অগাস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ দিক চিনা সেনার দখলের উদ্দেশ্য ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী৷ তবে এক্ষেত্রে চিন অভিযোগ যে ভারতীয় সেনা তাদের মাটিতে অনুপ্রবেশ চালিয়েছে।(Photo-AFP)
advertisement
9/10
▪️আমেরিকাও এখন এই পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে চিনা সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ধারাবাহিকভাবে অনুপ্রবেশ করছে৷ এবারও একই রকম চেষ্টা হয়েছিল বলেই তাদের মত৷ (Photo-AFP)
▪️আমেরিকাও এখন এই পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে চিনা সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ধারাবাহিকভাবে অনুপ্রবেশ করছে৷ এবারও একই রকম চেষ্টা হয়েছিল বলেই তাদের মত৷ (Photo-AFP)
advertisement
10/10
▪️আমেরিকান ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী, চিনা সেনাবাহিনী প্যাংগং এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে নিজের আরও শক্তিশালী করতে চাইছে। এটির জন্য তারা পরিকল্পনা করে চলেছে৷ যদিও ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত তৎপর৷ ফলে সেই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। (Photo-AFP)
▪️আমেরিকান ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী, চিনা সেনাবাহিনী প্যাংগং এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে নিজের আরও শক্তিশালী করতে চাইছে। এটির জন্য তারা পরিকল্পনা করে চলেছে৷ যদিও ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত তৎপর৷ ফলে সেই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। (Photo-AFP)
advertisement
advertisement
advertisement