গালওয়ান সীমান্ত উত্তেজনায় ফুটছে। এর মধ্যেই এসেছে সুখবর। ২৭ জুলাই ভারত পেতে পারে ৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান। দেখে নেওয়া যাক এই বিমানের শক্তি কতটা। এয়ার টু এয়ার মিসাইল রাফাল জেটগুলির অন্যতম ইউএসপি। এর ফলে ১৫০ কিলোমিটার দূরের টার্গেট বিদ্ধ করতে পারবে ভারতীয় বায়ুসেনা। অর্থাৎ এই বিমান থাকলে সীমান্ত অতিক্রম না করেই ওপারে হামলা চালাতে পারবে বায়ুসেনা। এছাড়াও রাফালে থাকবে এয়ার টু গ্রাউন্ড মিসাইল। এই মিসাইল অন্তত ৩০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যভেদ করতে সক্ষম। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে রাফাল চুক্তিতে সই করে ভারত। ফ্রান্সের থেকে এই চুক্তিতে ৩৬টি বিমান কিনবে ভারত। খরচ হবে মোট ৫৮ হাজার কোটি টাকা।