নতুন চাল চিনের, বাড়াচ্ছে তাঁবু, প্যাংগং লেকে বোটে করে নিয়মিত নজরদারি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আগ্রাসন থেকে পিছু হঠতে নারাজ চিন?
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একদিকে যেখানে ভারত-চিন শান্তির কথা বলা হচ্ছে সেখানে সেখানে প্যানগং লেকে নিজেদের শক্তিবৃদ্ধি করছে চিন৷ চিনের চেনা ব্যবহারের ছবি সেখানেই ফুটে উঠেছে৷ ১৪ জুলাই দুই পক্ষের মধ্যে কথাবার্তা হওয়ার পরেও সেখানে অতিরিক্ত নৌকা ও সেনা বাড়াচ্ছে৷ প্যানগং সীমান্ত বরাবর লাগাতার শক্তিবৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে৷ Photo- Representative
advertisement
advertisement
চিনের নতুন এই চাল স্যাটেলাইট ক্যামেরায় কয়েদ করা হয়েছে৷ স্যাটেলাইট ইমেজে চিনের এই গতিবিধির ছবি পুরোপুরি বন্দি হয়েছে৷ গালওয়ান ঘাটি-র পেট্রোলিং পয়েন্ট ১৫ , হটস্প্রিং , গোগরা এলাকা থেকে সেনা পিছিয়ে নিয়েছে ভারত ও চিন দুই পক্ষই৷ তবে দুই পক্ষের মধ্যের কূটনৈতিক কথাবার্তার পর এই জায়গা গুলি থেকে সেনা পিছোলেও প্যানগং লেক এলাকায় সেই লক্ষণ দেখা যাচ্ছে না৷Photo- Representative
advertisement