Makar Sankranti 2023|| যুগ বদলালেও পুরনো ছন্দে গ্রাম বাংলার পৌষ পার্বণ, চলছে ঘুড়ি উৎসব

Last Updated:
Makar Sankranti 2023 : যুগ বদলালেও পুরনো ছন্দে রয়েছে হাওড়ার গ্রাম বাংলার পৌষ পার্বণ, নলেন গুড় ও বিভিন্ন পিঠের সঙ্গে ঘুড়ি ওড়ানোর রীতি অক্ষত।
1/8
*বাঙালির বারো মাসে তের পার্বণ। তার মধ্য অন্যতম পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। বাংলা সংস্কৃতির একটি অন্যতম উৎসব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। বাংলার বিভিন্ন প্রান্তে। প্রতিবেদন ও ছবিঃ রাকেশ মাইতি। 
*বাঙালির বারো মাসে তের পার্বণ। তার মধ্য অন্যতম পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। বাংলা সংস্কৃতির একটি অন্যতম উৎসব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। বাংলার বিভিন্ন প্রান্তে। প্রতিবেদন ও ছবিঃ রাকেশ মাইতি। 
advertisement
2/8
*মকর সংক্রান্তিতে নতুন চাল গুঁড়িয়ে বিভিন্ন পিঠে তৈরি হয় বাংলার ঘরে ঘরে। হাওড়া জেলার গ্রামাঞ্চলে এই মকর সংক্রান্তি উপলক্ষে পৌষের শেষ দিনে উৎসবের রীতি। তবে এই মকর সংক্রান্তি উপলক্ষে তিন দিনব্যাপী পিঠের উৎসব হয় গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে। তার সঙ্গে জুড়ে রয়েছে ঘুড়ির উৎসব।
*মকর সংক্রান্তিতে নতুন চাল গুঁড়িয়ে বিভিন্ন পিঠে তৈরি হয় বাংলার ঘরে ঘরে। হাওড়া জেলার গ্রামাঞ্চলে এই মকর সংক্রান্তি উপলক্ষে পৌষের শেষ দিনে উৎসবের রীতি। তবে এই মকর সংক্রান্তি উপলক্ষে তিন দিনব্যাপী পিঠের উৎসব হয় গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে। তার সঙ্গে জুড়ে রয়েছে ঘুড়ির উৎসব।
advertisement
3/8
*পৌষ মাসের একদিন আগে থাকতে মাঘ মাসের প্রথম দিন নিয়ে তিন দিনের পিঠের উৎসব। হাওড়া জেলার গ্রামাঞ্চলে পৌষ পার্বণ উপলক্ষে ঘুড়ি ওড়ানোর রীতি দীর্ঘদিনের।
*পৌষ মাসের একদিন আগে থাকতে মাঘ মাসের প্রথম দিন নিয়ে তিন দিনের পিঠের উৎসব। হাওড়া জেলার গ্রামাঞ্চলে পৌষ পার্বণ উপলক্ষে ঘুড়ি ওড়ানোর রীতি দীর্ঘদিনের।
advertisement
4/8
*পিঠে উৎসবের সঙ্গে জুড়ে রয়েছে বাজি পোড়ানো বা ঘুড়ি ওড়ানোর রীতি। একসময় পটকাবাজি মানুষ ওড়ানোর রীতি থাকলেও সে রীতি এখন আর সেভাবে দেখা যায় না।
*পিঠে উৎসবের সঙ্গে জুড়ে রয়েছে বাজি পোড়ানো বা ঘুড়ি ওড়ানোর রীতি। একসময় পটকাবাজি মানুষ ওড়ানোর রীতি থাকলেও সে রীতি এখন আর সেভাবে দেখা যায় না।
advertisement
5/8
*তবে ঘুড়ি ওড়ানোর রীতি দিন দিন বেড়ে চলেছে। হাওড়ার বিভিন্ন গ্রামাঞ্চলে, পৌষ মাসের দেড়-দুই মাস আগে থেকে আকাশে ঘড়ি উঠতে শুরু করে।
*তবে ঘুড়ি ওড়ানোর রীতি দিন দিন বেড়ে চলেছে। হাওড়ার বিভিন্ন গ্রামাঞ্চলে, পৌষ মাসের দেড়-দুই মাস আগে থেকে আকাশে ঘড়ি উঠতে শুরু করে।
advertisement
6/8
*বিশেষ করে হাওড়ার পাঁচলা-সহ বেশ কিছু এলাকাতে রমরমিয়ে এই পৌষ পার্বণ অনুষ্ঠিত হয়। কোথাও দু' দিন আবার কোথাও তিন দিন পৌষ পার্বণ উপলক্ষে আকাশ জুড়ে রং-বেরঙের ঘুড়ি উড়তে দেখা যায়।
*বিশেষ করে হাওড়ার পাঁচলা-সহ বেশ কিছু এলাকাতে রমরমিয়ে এই পৌষ পার্বণ অনুষ্ঠিত হয়। কোথাও দু' দিন আবার কোথাও তিন দিন পৌষ পার্বণ উপলক্ষে আকাশ জুড়ে রং-বেরঙের ঘুড়ি উড়তে দেখা যায়।
advertisement
7/8
*পৌষ পার্বনের প্রায় একমাস আগে থেকে দোকান বাজারে ঘুড়ি মজুত ও সাজানো হয়ে। তা এক সপ্তাহ আগে থেকে কেনাবেচা শুরু হয়। তবে আগের দিন সর্বাধিক কেনাবেচা হয় ঘুড়ি-সুতো।
*পৌষ পার্বনের প্রায় একমাস আগে থেকে দোকান বাজারে ঘুড়ি মজুত ও সাজানো হয়ে। তা এক সপ্তাহ আগে থেকে কেনাবেচা শুরু হয়। তবে আগের দিন সর্বাধিক কেনাবেচা হয় ঘুড়ি-সুতো।
advertisement
8/8
*শনিবার প্রথম পার্বণ, এ দিন কাক ভোর থেকেই আকাশে যেমন ঘুড়ি উঠতে দেখা গিয়েছে। সেইসঙ্গে দোকানে দেদার বিকিয়েছে ঘুড়ি। আবার গ্রামে অঞ্চলের কচিকাচার ঘুড়ি ওড়াতে মত্ত। তেমনই ভোকাট্টা ঘুড়ি ধরতেও, সেই ঘুড়িকে ধাওয়া করতে দেখা গেল। যুগ বদলালেও পুরনো ছন্দে রয়েছে হাওড়ার গ্রাম বাংলার পৌষ পার্বণ।
*শনিবার প্রথম পার্বণ, এ দিন কাক ভোর থেকেই আকাশে যেমন ঘুড়ি উঠতে দেখা গিয়েছে। সেইসঙ্গে দোকানে দেদার বিকিয়েছে ঘুড়ি। আবার গ্রামে অঞ্চলের কচিকাচার ঘুড়ি ওড়াতে মত্ত। তেমনই ভোকাট্টা ঘুড়ি ধরতেও, সেই ঘুড়িকে ধাওয়া করতে দেখা গেল। যুগ বদলালেও পুরনো ছন্দে রয়েছে হাওড়ার গ্রাম বাংলার পৌষ পার্বণ।
advertisement
advertisement
advertisement