Durga Puja Travel 2023: পুজোর ছুটিতে নির্জনে সময় কাটাতে আসুন বোটানিক্যাল গার্ডেনে! আপনার অপেক্ষায় বনবীথি 

Last Updated:
Durga Puja Travel 2023: ঘন জঙ্গলে সরু আঁকাবাঁকা পথ, কোথাও জানা-অজানা ছোট বড় গাছের ঘনত্ব এত বেশি ঠিকমতো সূর্যের আলো পৌঁছোচ্ছে না মাটিতে নিরিবিলি নির্জনে সময় কাটাতে, এই স্থান অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে আকর্ষণ করবে
1/6
পুজোর ছুটিতে শহরেই নিরিবিলি নির্জনে সময় কাটাতে হাওড়ায় নেচার ট্রেল।
পুজোর ছুটিতে শহরেই নিরিবিলি নির্জনে সময় কাটাতে হাওড়ায় নেচার ট্রেল।
advertisement
2/6
এখানে রয়েছে ঘন জঙ্গলের মধ্যে প্রায় দুই কিলোমিটার আঁকাবাঁকা সরু জঙলি পথ।
এখানে রয়েছে ঘন জঙ্গলের মধ্যে প্রায় দুই কিলোমিটার আঁকাবাঁকা সরু জঙলি পথ।
advertisement
3/6
জানা- অজানা ছোট-বড় বহু গাছ। কোথাও গাছের ঘনত্ব এতটাই বেশি, ঠিকমত আলো পৌঁছচ্ছে না মাটিতে।
জানা- অজানা ছোট-বড় বহু গাছ। কোথাও গাছের ঘনত্ব এতটাই বেশি, ঠিকমত আলো পৌঁছচ্ছে না মাটিতে।
advertisement
4/6
জঙ্গলের জলাশয়ের উপর বাঁশের সাঁকো, কাঠের কুঁড়েঘর যা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের ভীষণভাবে আকৃষ্ট করবে।
জঙ্গলের জলাশয়ের উপর বাঁশের সাঁকো, কাঠের কুঁড়েঘর যা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের ভীষণভাবে আকৃষ্ট করবে।
advertisement
5/6
এবার পুজোয় নিরিবিলিতে সময় কাটানোর সেরা ঠিকানা। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের নেচার ট্রেল।
এবার পুজোয় নিরিবিলিতে সময় কাটানোর সেরা ঠিকানা। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের নেচার ট্রেল।
advertisement
6/6
এর জন্য কোনরকম আলাদা টিকিটেরও প্রয়োজন নয়। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ অধিকার টিকিটেই মিলবে এই সুবিধা।
এর জন্য কোনরকম আলাদা টিকিটেরও প্রয়োজন নয়। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ অধিকার টিকিটেই মিলবে এই সুবিধা।
advertisement
advertisement
advertisement