বাঙালি মানেই মাছ-ভাতের দুপুর৷ আর এই প্রখর দাবদাহে পাতে পাতলা মাছের ঝোল ভাতের বিকল্প আর কিছু হতে পারে না৷ আলপ, পেঁপে দিয়ে মাছের ঝোল কিংবা ডাঁটা দিয়ে ছোট মাছ পেট ঠান্ডা রাখে৷
2/ 6
তবে মাছ রান্না করার সময়ে হাতে মাছের একটা আঁশটে গন্ধ থাকে৷ যেই গন্ধটা হাত থেকে দূর করাও খুব কষ্টকর বিষয়৷
3/ 6
হাতের আঁশটে গন্ধ দূর করার জন্য অন্যতম উপায় হল ভিনিগার আর বেকিং সোডা। বাটিতে এক চামচ ভিনিগার আর বেকিং সোডা মিশিয়ে রেখে দিন। মাছ কাটা- ধোয়ার পরে তা ভাল করে হাতে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
4/ 6
হাতের আঁশটে গন্ধ দূর করতে টুথপেস্ট খুবই জরুরি। পাতিলেবু লাগালেও হাতের আঁশটে গন্ধ দূর হয়।
5/ 6
মাছ স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড শরীরের ব্যথা কমায়। আর্থ্রাইটিসে আক্রান্তরা শীতে মাছ খেলে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সংক্রমণ থেকে রক্ষা করে। প্রতীকী ছবি।
6/ 6
তাই হাত থেকে মাছের গন্ধ বের হলে ভয় পাওয়ার কিছুই নেই৷ ঘরের বাইরে বের বওয়ার আগে এই পদ্ধতিগুলি মেনে চলুন, লোকলজ্জার ভয় থাকবে না আর৷
Healthy Lifestyle: এই জিনিসটি হাতে মাখলেই কিন্তু নিমেষে দূর হয়ে যাবে মাছের আঁশটে গন্ধ, ভাবতেও পারবেন না
বাঙালি মানেই মাছ-ভাতের দুপুর৷ আর এই প্রখর দাবদাহে পাতে পাতলা মাছের ঝোল ভাতের বিকল্প আর কিছু হতে পারে না৷ আলপ, পেঁপে দিয়ে মাছের ঝোল কিংবা ডাঁটা দিয়ে ছোট মাছ পেট ঠান্ডা রাখে৷
Healthy Lifestyle: এই জিনিসটি হাতে মাখলেই কিন্তু নিমেষে দূর হয়ে যাবে মাছের আঁশটে গন্ধ, ভাবতেও পারবেন না
হাতের আঁশটে গন্ধ দূর করার জন্য অন্যতম উপায় হল ভিনিগার আর বেকিং সোডা। বাটিতে এক চামচ ভিনিগার আর বেকিং সোডা মিশিয়ে রেখে দিন। মাছ কাটা- ধোয়ার পরে তা ভাল করে হাতে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
Healthy Lifestyle: এই জিনিসটি হাতে মাখলেই কিন্তু নিমেষে দূর হয়ে যাবে মাছের আঁশটে গন্ধ, ভাবতেও পারবেন না
মাছ স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড শরীরের ব্যথা কমায়। আর্থ্রাইটিসে আক্রান্তরা শীতে মাছ খেলে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সংক্রমণ থেকে রক্ষা করে। প্রতীকী ছবি।