বাঙালির রসনায় এবার ভরপুর ইলিশ

Last Updated:
মেঘের আনাগোনায় এখন ভরপুর ইলিশ ৷ বর্ষা ঢুকতেই বাঙালির পাতে ইলিশের কেরামতি ৷ আর বাঙালির সেই রসনাকে আরও উসকে দিতে শনিবার দীঘার সমুদ্র থেকে পাওয়া গেল ১০ টনের ইলিশ
1/4
মেঘের আনাগোনায় এখন ভরপুর ইলিশ ৷ বর্ষা ঢুকতেই বাঙালির পাতে ইলিশের কেরামতি ৷ আর বাঙালির সেই রসনাকে আরও উসকে দিতে শনিবার দীঘার সমুদ্র থেকে পাওয়া গেল ১০ টনের ইলিশ !
মেঘের আনাগোনায় এখন ভরপুর ইলিশ ৷ বর্ষা ঢুকতেই বাঙালির পাতে ইলিশের কেরামতি ৷ আর বাঙালির সেই রসনাকে আরও উসকে দিতে শনিবার দীঘার সমুদ্র থেকে পাওয়া গেল ১০ টনের ইলিশ !
advertisement
2/4
তবে শুধু দীঘাতেই নয়,  ডায়মন্ডহারবারের বাজার থেকে শহরের বাজারে ইলিশের আগমণে, পেটুক বাঙালিবাবুদের মন ভরাতে ইলিশের উপস্থিতি এ মরসুমে প্রচুর ৷ এমনটাই আশা করছেন মৎসজীবীরা ৷
তবে শুধু দীঘাতেই নয়, ডায়মন্ডহারবারের বাজার থেকে শহরের বাজারে ইলিশের আগমণে, পেটুক বাঙালিবাবুদের মন ভরাতে ইলিশের উপস্থিতি এ মরসুমে প্রচুর ৷ এমনটাই আশা করছেন মৎসজীবীরা ৷
advertisement
3/4
আবহাওয়া অনুকূল থাকলে আগামী সপ্তাহের শেষে পর্যাপ্ত ইলিশ বাজারে আসছে। তাতে আমজনতার পাতুরি, সরষে ভাপা থেকে ভাজা রকমারি ইলিশ পদের রসনাতৃপ্তি অনেকটাই মিটবে।
আবহাওয়া অনুকূল থাকলে আগামী সপ্তাহের শেষে পর্যাপ্ত ইলিশ বাজারে আসছে। তাতে আমজনতার পাতুরি, সরষে ভাপা থেকে ভাজা রকমারি ইলিশ পদের রসনাতৃপ্তি অনেকটাই মিটবে।
advertisement
4/4
 গত বছরে চিত্রটা ছিপ অন্যরকম ৷ ইলিশ সাগর ছাড়িয়ে সুন্দরবনের নদী এবং খাঁড়িতে ঢুকে পড়েছিল ৷ টানা এক সপ্তাহই ভালো ইলিশ পেয়েছিলেন মৎসজীবীরা ৷ তবে এই এক সপ্তাহতেই সব শেষ ৷ আবহাওয়া পরিবর্তনের ফলে ইলিশ আর চোখেই দেখেননি মৎসজীবীরা ৷
গত বছরে চিত্রটা ছিপ অন্যরকম ৷ ইলিশ সাগর ছাড়িয়ে সুন্দরবনের নদী এবং খাঁড়িতে ঢুকে পড়েছিল ৷ টানা এক সপ্তাহই ভালো ইলিশ পেয়েছিলেন মৎসজীবীরা ৷ তবে এই এক সপ্তাহতেই সব শেষ ৷ আবহাওয়া পরিবর্তনের ফলে ইলিশ আর চোখেই দেখেননি মৎসজীবীরা ৷
advertisement
advertisement
advertisement