বৃষ্টিভেজা শহরে কালোজাম ফেস্টিভ্যাল ! চেখে দেখুন...
Last Updated:
বৃষ্টিভেজা শহর ৷ উইকঅ্যান্ডটা বোরিং ৷ বাড়ির জানলার বাইরে চোখ রেখে শুধুই রিমিঝিম বৃষ্টি দেখে যাওয়া ৷ কিন্তু এই মরসুমে মন কতক্ষণ থাকতে পারে ঘরবন্দি ৷
বৃষ্টিভেজা শহর ৷ উইকঅ্যান্ডটা বোরিং ৷ বাড়ির জানলার বাইরে চোখ রেখে শুধুই রিমিঝিম বৃষ্টি দেখে যাওয়া ৷ কিন্তু এই মরসুমে মন কতক্ষণ থাকতে পারে ঘরবন্দি ৷ কিন্তু এক ছুটে যাব কোথায়? যেখানে একটু একলা, একটু নিজের মতো করে সময়টা কাটিয়ে নেওয়া ৷ না হয় সঙ্গে থাকবে শুধু প্রিয়মানুষটি ৷ আর টেবিলে একেবারে অন্যরকম স্বাদের কিছু ! এই মেজাজকে উসকে দিতেই দক্ষিণ কলকাতার এক ক্যাফে ‘ক্যাফে প্রাণা’ নিয়ে এসেছে দারুণ এক ফেস্টিভ্যাল ৷ যার নাম ‘কালোজাম ফেস্টিভ্যাল’ ৷ ভাবছেব এ আবার কেমন ফেস্টিভ্যাল !
advertisement
advertisement
