ব্যাঙ্ক থেকে রেল ! ১ নভেম্বর থেকে আসতে চলেছে বড়সড় রদবদল, বদলে যাবে আপনার জীবন
Last Updated:
নভেম্বর মাস থেকে বড়সড় বদল আসতে চলেছে সকলের জীবনে ৷কারণ পয়লা নভেম্বর থেকে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল এনেছে আজ অথার্ৎ ৩১ অক্টোবর থেকে ৷ এই নিয়ম অনুযায়ী, দিনে যে কোনও ব্যক্তি সর্বোচ্চ ২০ হাজার টাকা তুলতে পারবেন ৷ অন্যদিকে এবার থেকে বাড়িতে বসেই ট্রেনের জেনারেল টিকিট বুক করতে পারবেন ৷ জেনে নিন বিস্তারিত...
advertisement
১) পয়লা নভেম্বর থেকে ভারতীয় রেল জারি করতে চলেছে নতুন একটি পরিষেবা ৷ এর জেরে এবার থেকে ঘণ্টার পর ঘণ্টা আর টিকিটের লাইনে দাঁড়াতে হবে না ৷ ভারতীয় রেলে অসংরক্ষিত টিকিট কাউন্টারে যে লম্বা লাইন পড়ে সেটা মাথায় রেখেই ১ নভেম্বর থেকে গোটা দেশে ইউটিএস মোবাইল অ্যাপ শুরু করতে চলেছে ৷ এই সুবিধা শুরু হওয়ার পর আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না আর আপনার ৷
advertisement
ইউটিএস মোবাইল অ্যাপ অ্যান্ড্রোয়েড , iOS, windows তিনটি প্ল্যাটফর্মেই কাজ করবে ৷ ডাউনলোড করার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে ৷ তবে টিকিট বুক করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে স্টেশন থেকে ২৫ থেকে ৩০ মিটারের দূরত্বে থাকতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে আপনি কেবল চারটি টিকিট বুক করতে পারবেন ৷
advertisement
২) টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম ৷ আজ থেকে লাগু করা হবে নতুন নিয়ম ৷ নতুন নিয়ম অনুযায়ী, ক্লাসিক ও ম্যায়েস্ট্রো এটিএম কার্ড যাদের রয়েছে তারা দিনে এটিএম থেকে এবার সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন ৷ ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ ক্লাসিক ও ম্যায়েস্ট্রো এটিএম কার্ড ছাড়া অন্য এটিএম কার্ডের এই নিয়ম লাগু করা হয়নি ৷ এখনও পর্যন্ত এটিএম থেকে দিনে সর্বোচ্চ ৪০০০০ টাকা পর্যন্ত তোলা যেত ৷ কিন্তু সেই লিমিট এখন কমিয়ে ২০০০০ টাকা করা হয়েছে ৷
advertisement
৩) দেশজুড়ে চলছে উৎসবের মরশুম ৷ সামনেই দীপাবলি ও ছট উৎসব ৷ এর জেরে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা ৷ আরবিআই-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর দীপাবলি, ৮ নভেম্বর গোবর্ধন পুজো, ৯ নভেম্বর ভাইদুজের জন্য উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ১০ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এবং ১১ নভেম্বর রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ অথার্ৎ উত্তরপ্রদেশে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
advertisement
advertisement






