জুবিনের 'শেষ' সিনেমা নিয়ে তোলপাড় নেটপাড়ায়! মুহূর্তে উধাও সমস্ত টিকিট!

Last Updated:
এই দিনটি শুধুই ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং জুবিনের নিজের পছন্দ করা দিন। জীবিত থাকাকালীনই তিনি চেয়েছিলেন, তাঁর এই শেষ কাজটি যেন এই বিশেষ দিনেই মুক্তি পায় — তাই সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে ছবি মুক্তি পাচ্ছে ৩১ অক্টোবর।
1/6
: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের মৃত্যুর তদন্ত ত্বরান্বিত করার জন্য অসম সরকার একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এডিজিপি মুন্না প্রসাদ গুপ্তের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) ২০ অক্টোবর সিঙ্গাপুরে যাবে এবং গর্গের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত প্রমাণের সমন্বয় সাধনের জন্য স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সহায়তায় এই সফরটি এই মামলায় আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ।
৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে সঙ্গীত জগতের অন্যতম বিখ্যাত শিল্পী ও অভিনেতা জুবিন গর্গের শেষ ছবি — ‘রোই রোই বিনালে’।এই দিনটি শুধুই ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং জুবিনের নিজের পছন্দ করা দিন। জীবিত থাকাকালীনই তিনি চেয়েছিলেন, তাঁর এই শেষ কাজটি যেন এই বিশেষ দিনেই মুক্তি পায় — তাই সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে ছবি মুক্তি পাচ্ছে ৩১ অক্টোবর।
advertisement
2/6
গুয়াহাটি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ প্যানেলের হাতে ইতিমধ্যেই জুবিন গর্গের ভিসেরা রিপোর্ট তুলে দিয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। ডিজিপি গুপ্তা জানান, “চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সেটি আদালতে জমা দেওয়া হবে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দিক থেকেই তদন্ত এগিয়ে চলছে।”
সিঙ্গাপুরে প্রয়াত এই গায়ক-অভিনেতার স্মৃতিতে গোটা অসম এখন আবেগে ভাসছে। ছবির প্রি-বুকিং শুরু হতেই দেখা দিয়েছে এক অভূতপূর্ব উন্মাদনা — বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই গুয়াহাটির প্রায় সব প্রেক্ষাগৃহে টিকিট হাউসফুল!
advertisement
3/6
এদিকে অসমে জুবিন গর্গের মৃত্যুর পর ফের একবার নতুন করে বিক্ষোভ হয়৷ গ্রেফতার হওয়া পাঁচজনকে বুধবার নবনির্মিত সংশোধনাগারে স্থানান্তরিত করার পর অসমের বাকসা জেলায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সূত্র জানায়, বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সরকার বাকসা জেলের বাইরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং বাকসা জেলায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনও এলাকায় উত্তেজনা বেশি রয়েছে৷
টিকিট বিক্রির ঝড়, জুবিনদা-র প্রতি আবেগের ঢেউভক্তরা এই ছবিটিকে শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং জুবিনদা-র প্রতি এক শেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবে গ্রহণ করেছেন।অসমজুড়ে চলছে এক বিশেষ আন্দোলন — ছবিটিকে স্থায়ীভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের দাবি উঠেছে।অনেকেই বলছেন, ‘যেভাবে মুম্বইয়ের মারাঠা মন্দিরে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে টানা তিন দশক ধরে চলছে, তেমনি আমাদেরও উচিত রোই রোই বিনালে-কে সেই মর্যাদা দেওয়া।’
advertisement
4/6
সিঙ্গাপুরে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২০ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠান করার কথা ছিল। তার ঠিক এক দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা।
গুয়াহাটির জনসংযোগ বিশেষজ্ঞ শুভঙ্কর ব্যানার্জি বলেন,“যদি ডিডিএলজে ৩০ বছর ধরে পর্দায় চলতে পারে, তাহলে জুবিনদার ছবিটিও অসমের প্রেক্ষাগৃহে অনির্দিষ্টকালের জন্য প্রদর্শিত হতে পারে। আমরা চাই, তাঁর স্মৃতিকে এইভাবেই জীবিত রাখা হোক।”
advertisement
5/6
শর্মা আরও জানিয়েছেন যে ফাস্ট ট্র্যাক আদালতে এর মামলার কাজ হবে এবং একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হবে। নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে চার্জশিট জমা দেওয়ার আশা করা হচ্ছে, দ্রুত রায় নিশ্চিত করার জন্য প্রতিদিন শুনানির অনুরোধ করা হচ্ছে।
ভক্তদের আবেগে ভাসছে সোশ্যাল মিডিয়াসোশ্যাল মিডিয়ায় জুবিনপ্রেমীরা লিখছেন, “এটা কেবল একটা সিনেমা নয়, এটা আমাদের শিল্পীর সঙ্গে শেষ সংযোগ।”“চলুন, একসঙ্গে এটাকে ইতিহাসে পরিণত করি — যাতে ভারতীয় সিনেমার পাতায় চিরস্থায়ী হয়ে থাকেন জুবিনদা।”অনেক অসমবাসীর মতেই, ‘রোই রোই বিনালে’ আজ শুধু একটি চলচ্চিত্র নয় — এটি এক আবেগ, এক উত্তরাধিকার।সঙ্গীত ও সিনেমার এই মিলনে অসম এবং গোটা উত্তর-পূর্ব ভারতের দর্শকরা জুবিন গর্গকে জানাচ্ছেন তাঁদের অন্তরের শেষ প্রণাম।
advertisement
6/6
 জুবিনের এই শেষ ছবি যেন হয়ে উঠেছে সেই সেতুবন্ধন, যেখানে এক শিল্পীর সৃষ্টিশীল আত্মা আর ভক্তদের ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে অমলিন এক স্মৃতি।
জুবিনের এই শেষ ছবি যেন হয়ে উঠেছে সেই সেতুবন্ধন, যেখানে এক শিল্পীর সৃষ্টিশীল আত্মা আর ভক্তদের ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে অমলিন এক স্মৃতি।
advertisement
advertisement
advertisement