ধর্মের বেড়াজাল ভেঙেই তৈরি হয়েছিল ভালবাসা, এই অভিনেত্রী-ক্রিকেট তারকা জুটির মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়ে যাবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কথা হচ্ছে, অভিনেত্রী সাগরিকা ঘাটগের। ২০০৭ সালে ‘চক দে ইন্ডিয়া’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। ওই ছবিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এরপর তিনি ‘ফক্স’ এবং ‘রাশ’ ছবিতে অভিনয় করেন। এরই মাঝে অবশ্য ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট তারকা জাহির খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন।
বি-টাউনের সুন্দরী অভিনেত্রী এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্যের মধ্যে প্রেমের দৃষ্টান্ত একেবারে ছড়িয়ে রয়েছে। উদাহরণ হিসেবে প্রথমেই বলা যেতে পারে কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং তাঁর ক্রিকেটার স্বামী মনসুর আলি খান পতৌদির প্রেমের কথা। একই ভাবে বলা যায় অভিনেত্রী এবং ক্রিকেট তারকা জুটি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির কথাও। তবে এমন একজন বলিউড অভিনেত্রী রয়েছেন, যিনি সমস্ত ধর্মীয় বেড়াজাল ভেঙে দিয়ে নিজের ভালবাসাকে স্বীকৃতি দিয়েছেন।
advertisement
কথা হচ্ছে, অভিনেত্রী সাগরিকা ঘাটগের। ২০০৭ সালে ‘চক দে ইন্ডিয়া’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। ওই ছবিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এরপর তিনি ‘ফক্স’ এবং ‘রাশ’ ছবিতে অভিনয় করেন। এরই মাঝে অবশ্য ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট তারকা জাহির খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। যদিও দু’জনের ধর্ম ছিল আলাদা। তা সত্ত্বেও অবশ্য তাঁদের মধ্যে প্রেমের ফুল প্রস্ফুটিত হয়েছিল।
advertisement
প্রসঙ্গত ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সমস্ত ফরম্যাটই খেলেছিলেন জাহির। এক বন্ধুর পার্টিতে আলাপ সাগরিকা আর জাহিরের। সেই আলাপে প্রেমে পরিণত হয়। নিজেদের সম্পর্কটাকে ২০১৬ সালে জনসমক্ষে এনেছিলেন তাঁরা। তবে সকলেই দু’জনের ধর্ম এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এ নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন এই তারকা জুটি। তবে নতুন এক সাক্ষাৎকারে এবার মুখ খুললেন সাগরিকা। সেই সঙ্গে তুলে ধরলেন তাঁদের পরিবারের প্রতিক্রিয়াও।
advertisement
আসলে সাগরিকা আর জাহিরের প্রেমের কাহিনিটা ছিল বেশ চিত্তাকর্ষক। এ নিয়ে সাগরিকা বলেছিলেন যে, “যদিও আমাদের আশপাশে থাকা মানুষ আমাদের ধর্ম নিয়ে প্রচুর কথাবার্তা বলেছিল। তবু আমরা এ নিয়ে দৃঢ়চেতা ছিলাম। এর কারণ হল, আমার মা-বাবা ছিলেন আধুনিক চিন্তামনস্ক প্রকৃতির মানুষ। আর আমার কাছে বিষয়টা অনেকটা এরকম ছিল যে, সঠিক মানুষকেই বাছতে হবে, যাঁর সঙ্গে আমি আমার জীবনটা ভাগ করে নিতে পারি।”
advertisement
advertisement
এমনকী, সাগরিকার মা-বাবার সঙ্গেও সুন্দর সম্পর্ক জামাই জাহিরের। আসলে আর এক ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল সাগরিকার। আর সেটা প্রকাশ্যে এলেই তাঁদের সম্পর্কের কথা জানাজানি হয়ে যেত। তাই সম্পর্কের কথা বাড়িতে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, “যেদিন জাহিরের সঙ্গে আমার বাবার সঙ্গে প্রথম বার দেখা হল, সেদিনের সেই আলাপ হয়তো ১০ মিনিটের জন্যই ভেবেছিলাম। কিন্তু কখন যে এক ঘণ্টা কেটে গিয়েছে, টেরই পাইনি। আসলে জাহির এবং বাবা দু’জনের মধ্যেই একটা ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আর আমার মা তো আমার থেকেও বেশি জাহিরকে পছন্দ করে।”
advertisement
যদিও আরও একটি মজার ঘটনা রয়েছে। আসলে সাগরিকার বাবা জাহিরের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়ের কাছে মেয়ের প্রেমিকের খোঁজখবর করেছিলেন। অংশুমান আবার সম্পর্কে সাগরিকার আত্মীয়। এদিকে সেই বার্তা পেয়ে অংশুমান জাহিরকে প্রশ্ন করেছিলেন সাগরিকার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে। যদিও জাহির টেক্সটের জবাব দেবেন কি না, বুঝে উঠতে পারছিলেন না। সাগরিকাকে মেসেজটি ফরওয়ার্ড করেন এবং দু’জনেই সিদ্ধান্ত নেন যে, জাহির কোনও জবাব দেবেন না। ফলে সব মিলিয়ে একটা মজাদার পরিস্থিতি তৈরি হয়েছিল।