Year Ender 2025: নক্ষত্রপতন! ২০২৫ -এ নিভে গিয়েছেন যে সব বলিউড তারকা, একনজরে ফিরে দেখা কিংবদন্তিদের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Year Ender 2025: ২০২৫-এ একাধিক তারকার মৃত্যু নাড়িয়ে দিয়েছে টিনসেল টাউনকে৷ তাদের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত অনুরাগীরা৷ একনজরে ফিরে দেখা কিংবদন্তিদের৷
advertisement
ধর্মেন্দ্র: চলচ্চিত্র জগতের 'হি-ম্যান' ২৪শে নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান। সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ ছয় দশক ধরে ধর্মেন্দ্রর উজ্জ্বল কেরিয়ার ছিল চোখে পড়ার মতো৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷
advertisement
সতীশ শাহ: ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘ম্যায় হুঁ না’-তে নিখুঁত সময়োপযোগীতার জন্য পরিচিত কৌতুক অভিনেতা সতীশ শাহ ২৫ অক্টোবর ৭৪ বছর বয়সে মারা যান।কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ একাধিক ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন সতীশ শাহ৷ ১৯৮৩ সালের চলচ্চিত্র 'জানে ভি দো ইয়ারো'তে তাঁর আইকনিক অভিনয়ের মাধ্যমে তিনি কাল্ট স্ট্যাটাস অর্জন করেছিলেন। কুন্দন শাহ পরিচালিত ছবিতে তিনি মিউনিসিপ্যাল কমিশনার ডি'মেলোর ভূমিকায় অভিনয় করেছিলেন। সতীশ শাহ শক্তি, 'হাম সাথ সাথ হ্যায়', 'ম্যা হুন না', 'কাল হো না হো', 'ফানা', 'ওম শান্তি ওম' এবং অন্যান্য ছবিতে অভিনয় করেছেন।
advertisement
জুবিন গার্গ: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু সকলকে হতবাক করেছে। তাঁর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বলি-টলি মহল৷ অসম-সহ গোটা দেশ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। জুবিনের বয়স ছিল ৫২ বছর। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তাঁর পারফর্ম করার কথা ছিল। সেখানে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন, তারপরেই মুহূর্তে সব শেষ। গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন।
advertisement
সুলক্ষণা পণ্ডিত: বিশিষ্ট অভিনেত্রী এবং প্লেব্যাক গায়িকা সুলক্ষণা পণ্ডিত ৬ নভেম্বর ৭১ বছর বয়সে মারা যান। তিনি 'খানদান', 'উলঝান', 'ধরম কান্ত' এবং 'আপনপান'-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন। তিনি ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের বিখ্যাত মুখ হিসেবে শশী কাপুর, বিনোদ খান্না এবং রাজেশ খান্নার সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন।
advertisement
গোবর্ধন আসরানি: কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি তার মঞ্চ নাম আসরানি নামেই বেশি পরিচিত, ২০ অক্টোবর ৮৪ বছর বয়সে মারা যান। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি 'শোলে', 'খাট্টা মিঠা', 'আওয়ারা পাগল দিওয়ানা' এবং 'ভুল ভুলাইয়া'-এর মতো ছবি দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। আসরানি তার আবেগঘন অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন এবং সকল প্রজন্ম তাকে ভালবাসত।
advertisement
শেফালি জারিওয়ালা: অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে গোটা দেশ স্তম্ভিত। মাত্র ৪২ বছর বয়সে ২৭ জুন রাতে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী। 'মুঝসে শাদি কারোগি'তে অভিনয় করেছিলেন এবং 'কাঁটা লাগা'গানের মাধ্যমে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন। ২০০০-এর দশকের এই পপ সংস্কৃতি ব্যক্তিত্ব টেলিভিশনেও বেশ কয়েকবার উপস্থিত হয়েছিলেন।তাঁর মৃত্যুতে ভক্তরা এখনও শোকাহত।
advertisement
advertisement
advertisement







