Bojhena Se Bojhena: আবার ফিরছে যশ-মধুমিতা, পাখি-অরণ্য রূপে! কখন সম্প্রচারিত হবে 'বোঝে না সে বোঝা না'

Last Updated:
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান। 'বোঝে না সে বোঝা না' ভক্তদের জন্য সুখবর। আবার বাংলার দর্শক ভাসবে অরণ্য-পাখির প্রেমের বন্যায়। ২০১৩-র পর পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা  সরকারের জুটি, তাও সেই পুরনো রূপে।
1/6
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান। 'বোঝে না সে বোঝা না' ভক্তদের জন্য সুখবর। আবার বাংলার দর্শক ভাসবে অরণ্য-পাখির প্রেমের বন্যায়। ২০১৩-র পর পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা  সরকারের জুটি, তাও সেই পুরনো রূপে।
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান। 'বোঝে না সে বোঝা না' ভক্তদের জন্য সুখবর। আবার বাংলার দর্শক ভাসবে অরণ্য-পাখির প্রেমের বন্যায়। ২০১৩-র পর পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা  সরকারের জুটি, তাও সেই পুরনো রূপে।
advertisement
2/6
২০১৩ সালে পথ চলা শুরু হয়েছিল অরণ্য-পাখির। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক 'ইস পেয়ার কো কেয়া নাম দু' রিকেম হিসেবে স্টার জলসার পর্দায় আসে 'বোঝে না সে বোঝে না'।
২০১৩ সালে পথ চলা শুরু হয়েছিল অরণ্য-পাখির। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক 'ইস পেয়ার কো কেয়া নাম দু' রিকেম হিসেবে স্টার জলসার পর্দায় আসে 'বোঝে না সে বোঝে না'।
advertisement
3/6
আর শুরু থেকেই রাগী অরণ্য ও চঞ্চল পাখির রসায়ন সবার মন জয় করে নেয়। অরণ্যর রাগ, গম্ভীর মেজাজ, রাশ ভারী ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিল অগনতি বঙ্গ ললনা। এক কথায় অরণ্য ওরফে যশ হয়েছিল বাংলার হার্ট থ্রব।
আর শুরু থেকেই রাগী অরণ্য ও চঞ্চল পাখির রসায়ন সবার মন জয় করে নেয়। অরণ্যর রাগ, গম্ভীর মেজাজ, রাশ ভারী ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিল অগনতি বঙ্গ ললনা। এক কথায় অরণ্য ওরফে যশ হয়েছিল বাংলার হার্ট থ্রব।
advertisement
4/6
অন্যদিকে, অরণ্যের একদম বিপরীত চঞ্চল, প্রানবন্ত পাখি ওরফে মধুমিতা হয়ে উঠেছিল বাংলার ঘরের মেয়ে। তাদের রসায়ন বাংলা মেগার ইতিহাসে মাইল ফলক হয়ে থেকে গিয়েছে।
অন্যদিকে, অরণ্যের একদম বিপরীত চঞ্চল, প্রানবন্ত পাখি ওরফে মধুমিতা হয়ে উঠেছিল বাংলার ঘরের মেয়ে। তাদের রসায়ন বাংলা মেগার ইতিহাসে মাইল ফলক হয়ে থেকে গিয়েছে।
advertisement
5/6
শুরু যতদিন তাদের টিভি পর্দায় তাদের যতদিন দেখা গিয়েছে ততদিনই কেবল অরণ্য-পাখির ম্যাজিক ছিল না। মেগা শেষে এত বছর পরও মাঝে মাঝে স্যোশাল মিডিয়ায় ভেসে আসে 'বোঝে না সে বোঝে না'র নানা ভিডিও ক্লিপ, অরণ্য-পাখিকে নিয়ে বানানো নানা রিল। ফলে এই সব থেকে বোঝাই যায় এই মেগার প্রতি অনুরাগীদের ভালবাসা এখন অটুট।
শুরু যতদিন তাদের টিভি পর্দায় তাদের যতদিন দেখা গিয়েছে ততদিনই কেবল অরণ্য-পাখির ম্যাজিক ছিল না। মেগা শেষে এত বছর পরও মাঝে মাঝে স্যোশাল মিডিয়ায় ভেসে আসে 'বোঝে না সে বোঝে না'র নানা ভিডিও ক্লিপ, অরণ্য-পাখিকে নিয়ে বানানো নানা রিল। ফলে এই সব থেকে বোঝাই যায় এই মেগার প্রতি অনুরাগীদের ভালবাসা এখন অটুট।
advertisement
6/6
আর সবার ভালবাসায় আবার ফিরছে অরণ্য-পাখি। আবারও স্টার জলসার পর্দায় সোম থেকে রবি, সপ্তাহে সাত দিনই দেখা যাবে তাদের। ৩ জুলাই থেকে প্রতিদিন ১ ঘণ্টা করে রাত ১১ টা থেকে দেখা যাবে 'বোঝে না সে বোঝে না'।
আর সবার ভালবাসায় আবার ফিরছে অরণ্য-পাখি। আবারও স্টার জলসার পর্দায় সোম থেকে রবি, সপ্তাহে সাত দিনই দেখা যাবে তাদের। ৩ জুলাই থেকে প্রতিদিন ১ ঘণ্টা করে রাত ১১ টা থেকে দেখা যাবে 'বোঝে না সে বোঝে না'।
advertisement
advertisement
advertisement