1/ 5


আলোর উৎসবে মেতেছে সকলে। এবছর সত্যিকারের আলোর উৎসব। বাজি পোড়ানো বারণ, তাই শুধু থাকছে আলোর রোশনাই। এই উৎসবে মেতেছেন অভিনেতা যশ দাশগুপ্ত !
4/ 5


নিউ নর্মালে এই বছরের কালী পুজো বেশ আলাদা, চারদিকে সব শান্ত। কিন্তু যশ মনে করেন মায়ের আশীর্বাদে অন্ধকার কেটে যাবে। করোনা থেকে মুক্ত হবে মানব জাতি।