Why Dilip Madhubala Love Story Ends: দিলীপ-মধুবালার অমর প্রেম কাহিনী! এই একটি 'জেদই' আজীবনের মতো শেষ করে দিয়েছিল সম্পর্ক...

Last Updated:
Why Dilip Madhubala Love Story Ends: অভিনেত্রী মধুবালা এবং দিলীপ কুমার একে অপরকে ভালোবাসতেন। তাদের প্রেমের গল্প সিনেমার চেয়েও কম আকর্ষণীয় ছিল না।
1/9
পঞ্চাশের দশকে যে সুন্দরী অভিনেত্রীরা অভিনয় ও সৌন্দর্যে দাপিয়ে বলিউড শাসন করেছেন তাঁদের মধ্যে সর্বাধিক চর্চিত অভিনেত্রী নিঃসন্দেহে মধুবালা। আজও সাদা-কালো ছবিতে তার অভিনয় গায়ে কাঁটা দেয়। তাঁর স্ফটিকের মতো সৌন্দর্য আজও পুরুষের রাতের ঘুম কেড়ে নেয়। অভিনেত্রী মধুবালা ও অভিনেতা দিলীপ কুমারের প্রেমের গল্প হিন্দি চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় প্রেমের গল্প। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে অব্দি গড়ায়নি এই সম্পর্ক।
পঞ্চাশের দশকে যে সুন্দরী অভিনেত্রীরা অভিনয় ও সৌন্দর্যে দাপিয়ে বলিউড শাসন করেছেন তাঁদের মধ্যে সর্বাধিক চর্চিত অভিনেত্রী নিঃসন্দেহে মধুবালা। আজও সাদা-কালো ছবিতে তার অভিনয় গায়ে কাঁটা দেয়। তাঁর স্ফটিকের মতো সৌন্দর্য আজও পুরুষের রাতের ঘুম কেড়ে নেয়। অভিনেত্রী মধুবালা ও অভিনেতা দিলীপ কুমারের প্রেমের গল্প হিন্দি চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় প্রেমের গল্প। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে অব্দি গড়ায়নি এই সম্পর্ক।
advertisement
2/9
আরব সাগর তীরে সেই সময় অন্যতম প্রেমের গুঞ্জন তুলেছিল এই দুই প্রথম সারির ক্ল্যাসিক অভিনেতা অভিনেত্রীর প্রেম। অভিনেত্রী মধুবালা এবং দিলীপ কুমার একে অপরকে ভালোবাসতেন। তাদের প্রেমের গল্প সিনেমার চেয়েও কম আকর্ষণীয় ছিল না।
আরব সাগর তীরে সেই সময় অন্যতম প্রেমের গুঞ্জন তুলেছিল এই দুই প্রথম সারির ক্ল্যাসিক অভিনেতা অভিনেত্রীর প্রেম। অভিনেত্রী মধুবালা এবং দিলীপ কুমার একে অপরকে ভালোবাসতেন। তাদের প্রেমের গল্প সিনেমার চেয়েও কম আকর্ষণীয় ছিল না।
advertisement
3/9
আজ এই প্রতিবেদনে দিলীপ কুমার ও মধুবালার প্রেমের কিছু অজানা গল্প। জানেন কী এমন জেদ ছিল যার কারণে মধুবালা এবং দিলীপের প্রেমের গল্প মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল। কেন বিয়োগান্তকই থেকে গিয়েছিল এই প্রেম কাহিনী যা বলিউডে সবথেকে চর্চিত প্রেম কাহিনীগুলির মধ্যে অন্যতম?
আজ এই প্রতিবেদনে দিলীপ কুমার ও মধুবালার প্রেমের কিছু অজানা গল্প। জানেন কী এমন জেদ ছিল যার কারণে মধুবালা এবং দিলীপের প্রেমের গল্প মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল। কেন বিয়োগান্তকই থেকে গিয়েছিল এই প্রেম কাহিনী যা বলিউডে সবথেকে চর্চিত প্রেম কাহিনীগুলির মধ্যে অন্যতম?
advertisement
4/9
সেই সময় মধুবালা ও দিলীপ কুমার গাঁটছড়া বাঁধতে চলেছেন এমনটাই চর্চা গোটা ইন্ডাস্ট্রিতে। দুজনের প্রেমকাহিনী নিয়ে জোর জল্পনা। প্রায়ই শিরোনামে থাকত দুজনের প্রেম জীবন।
সেই সময় মধুবালা ও দিলীপ কুমার গাঁটছড়া বাঁধতে চলেছেন এমনটাই চর্চা গোটা ইন্ডাস্ট্রিতে। দুজনের প্রেমকাহিনী নিয়ে জোর জল্পনা। প্রায়ই শিরোনামে থাকত দুজনের প্রেম জীবন।
advertisement
5/9
কিন্তু শোনা যায় এই সময়ে অভিনেত্রী মধুবালার বাবার কারণেই আচমকা ভেঙে যায় দুজনের সম্পর্ক।
কিন্তু শোনা যায় এই সময়ে অভিনেত্রী মধুবালার বাবার কারণেই আচমকা ভেঙে যায় দুজনের সম্পর্ক।
advertisement
6/9
মধুবালার ছোট বোন মধুর ভূষণ নিজেই প্রকাশ করেছিলেন সেই কারণটি। মধুর ভূষণ জানান, আসলে তাঁদের পিতার কারণে নয়, দিলীপ কুমারের জেদের কারণেই ভেঙেছিল দিলীপ মধুবালার সম্পর্ক।
মধুবালার ছোট বোন মধুর ভূষণ নিজেই প্রকাশ করেছিলেন সেই কারণটি। মধুর ভূষণ জানান, আসলে তাঁদের পিতার কারণে নয়, দিলীপ কুমারের জেদের কারণেই ভেঙেছিল দিলীপ মধুবালার সম্পর্ক।
advertisement
7/9
তিনি এও জানান, সেই সময় 'নয়া দৌর' ছবিটি নিয়ে বি.আর চোপড়ার সঙ্গে আদালতে একটি মামলা হয়েছিল যার ফলেই মধুবালা এবং দিলীপের সম্পর্কের অবসান ঘটে।
তিনি এও জানান, সেই সময় 'নয়া দৌর' ছবিটি নিয়ে বি.আর চোপড়ার সঙ্গে আদালতে একটি মামলা হয়েছিল যার ফলেই মধুবালা এবং দিলীপের সম্পর্কের অবসান ঘটে।
advertisement
8/9
'নয়া দৌর' ছবির শুটিংয়ে গোয়ালিয়রে যেতে হয়েছিল মধুবালাকে। তখনকার দিনে গোয়ালিয়র ছিল ডাকাতদের এলাকা। এমন পরিস্থিতিতে মধুবালার বাবা আতাউল্লাহ বি. আর. চোপড়াকে লোকেশন বদলাতে বললে বি. আর. চোপড়া লোকেশন বদলাতে চাননি। এরপরেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
'নয়া দৌর' ছবির শুটিংয়ে গোয়ালিয়রে যেতে হয়েছিল মধুবালাকে। তখনকার দিনে গোয়ালিয়র ছিল ডাকাতদের এলাকা। এমন পরিস্থিতিতে মধুবালার বাবা আতাউল্লাহ বি. আর. চোপড়াকে লোকেশন বদলাতে বললে বি. আর. চোপড়া লোকেশন বদলাতে চাননি। এরপরেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
advertisement
9/9
দিলীপ কুমার 'নয়া দৌর'-এর প্রধান অভিনেতা ছিলেন। এবং এই ক্ষেত্রে আদালতে দিলীপ মধুবালার বিরুদ্ধে সাক্ষ্য দেন। এর পর বি. আর. চোপড়া মামলায় জিতে গেলেও মধুবালা ও দিলীপ কুমারের সম্পর্ক জীবনের মতো শেষ হয়ে যায়। মধুবালা চেয়েছিলেন দিলীপ তার বাবার কাছে ক্ষমা চান কিন্তু দিলীপ তা করতে রাজি হননি। মধুবালাও ক্ষমা করতে পারেননি। আর এই সেই কারণ যার জন্য দিলীপের সঙ্গে তাঁর সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যায়।
দিলীপ কুমার 'নয়া দৌর'-এর প্রধান অভিনেতা ছিলেন। এবং এই ক্ষেত্রে আদালতে দিলীপ মধুবালার বিরুদ্ধে সাক্ষ্য দেন। এর পর বি. আর. চোপড়া মামলায় জিতে গেলেও মধুবালা ও দিলীপ কুমারের সম্পর্ক জীবনের মতো শেষ হয়ে যায়। মধুবালা চেয়েছিলেন দিলীপ তার বাবার কাছে ক্ষমা চান কিন্তু দিলীপ তা করতে রাজি হননি। মধুবালাও ক্ষমা করতে পারেননি। আর এই সেই কারণ যার জন্য দিলীপের সঙ্গে তাঁর সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement