পঞ্চাশের দশকে যে সুন্দরী অভিনেত্রীরা অভিনয় ও সৌন্দর্যে দাপিয়ে বলিউড শাসন করেছেন তাঁদের মধ্যে সর্বাধিক চর্চিত অভিনেত্রী নিঃসন্দেহে মধুবালা। আজও সাদা-কালো ছবিতে তার অভিনয় গায়ে কাঁটা দেয়। তাঁর স্ফটিকের মতো সৌন্দর্য আজও পুরুষের রাতের ঘুম কেড়ে নেয়। অভিনেত্রী মধুবালা ও অভিনেতা দিলীপ কুমারের প্রেমের গল্প হিন্দি চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় প্রেমের গল্প। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে অব্দি গড়ায়নি এই সম্পর্ক।
দিলীপ কুমার 'নয়া দৌর'-এর প্রধান অভিনেতা ছিলেন। এবং এই ক্ষেত্রে আদালতে দিলীপ মধুবালার বিরুদ্ধে সাক্ষ্য দেন। এর পর বি. আর. চোপড়া মামলায় জিতে গেলেও মধুবালা ও দিলীপ কুমারের সম্পর্ক জীবনের মতো শেষ হয়ে যায়। মধুবালা চেয়েছিলেন দিলীপ তার বাবার কাছে ক্ষমা চান কিন্তু দিলীপ তা করতে রাজি হননি। মধুবালাও ক্ষমা করতে পারেননি। আর এই সেই কারণ যার জন্য দিলীপের সঙ্গে তাঁর সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যায়।