Ashish Vidyarthi-Rajoshi Barua: তাসের ঘরের মতো ভেঙে যায় ১ম স্ত্রী রাজশির সঙ্গে সংসার! কেন? অবশেষে জানালেন আশিস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ashish Vidyarthi-Rajoshi Barua: দু'দশক সুখে সংসার করেছেন আশিস এবং পিলু। কিন্তু শেষ দু'বছরে তাঁদের সম্পর্কের তাল কাটছিল।
advertisement
advertisement
advertisement
দু'দশক সুখে সংসার করেছেন আশিস এবং পিলু। কিন্তু শেষ দু'বছরে তাঁদের সম্পর্কের তাল কাটছিল। আশিস জানান, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা একে অপরের থেকে কিছুটা আলাদা। নিজেদের সেই মতপার্থক্য মেটানোর চেষ্টাও করেন আশিস এবং পিলু। কিন্তু একে অপরের উপর নিজেদের মতামত চাপিয়ে দিতে চাননি তাঁরা। অগত্যা বিচ্ছেদের সিদ্ধান্ত।
advertisement
দীর্ঘ দিনের সম্পর্ক শেষ হলেও ছিল না তিক্ততার লেশ। দাম্পত্য ভাঙলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন আশিস এবং পিলু। বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আশিসের প্রথম স্ত্রী রাজশী। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁরা ২০২২ সালে ডিভোর্স ফাইল করেছিলেন। আর তাই রূপালি বড়ুয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে স্ত্রীকে প্রতারণা করার খবর নস্যাৎ করেছেন তিনি।