Amitabh Bachchan Birthday: বিজয় নামের পিছনে ছিল দারুণ ছক! জন্মদিনে ফাঁস বিগ বি-র Big রহস্য
- Published by:Pooja Basu
Last Updated:
৮০ বছরের অমিতাভ বচ্চন! গত ৫০ বছরে শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। পর্দার অ্যাঙরি ইয়ং ম্যান জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়৷ বিজয়ের জয়যাত্রার অব্যাহত এখনও৷ ২০ টিরও বেশি ছবিতে বিজয় নামে অভিনয় করেছেন তিনি।
অমিতাভ বচ্চনের ছবি 'জাঞ্জির' ১৯৭৩ সালে মুক্তি পায়৷ ছবিটি অ্যাকশন-থ্রিলারে ঠাসা ছিল, প্রযোজনা করেছিলেন প্রকাশ মেহরা। দুর্নীতিতে ভোগা সাধারণ মানুষের হতাশা ও ক্ষোভ দেখানো হয়েছে 'জাঞ্জির' ছবিতে। এই ছবির সাফল্য অমিতাভকে যেমন হিট অভিনেতা করে তোলে তেমনই 'বিজয়' চরিত্রটিও ছায়া ফেলে যায় সাধারণের মনে। পরবর্তীতে বিজয় নামটি বহুবার ব্যবহার করা হয়েছে ছবিতে এবং অমিতাভ বচ্চনই হয়ে উঠেছে পর্দার বিজয়! একই নামের প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন বিগ বি।(ছবি: amitabhbachchan/Instagram/Film Poster/Movies n memories/Twitter)
advertisement
অমিতাভ বচ্চন গত ৫০ বছরে বিভিন্ন রকমের ছবিতে কাজ করেছেন। 'সাত হিন্দুস্তানি' থেকে 'গুডবাই' ছবিতে অমিতাভের প্রতিটি চরিত্র আলাদা৷ তবে তিনি ৯০দশকের রাগী পুরুষ বা অ্যাঙরি ইয়ং ম্যান হিসেবে পরিচিত৷ এবং সেক্ষেত্রে বিজয় চরিত্রটিই সেই রাগী পুরুষের সমাথর্ক হয়ে উঠেছে৷ বিগ বি বিজয় নামে কোন ছবিতে কাজ করেছেন? 'জাঞ্জির'-এ ইন্সপেক্টর বিজয় খান্নার ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ। সেই থেকেই শুরু হয়েছিল পর্দার বিজয়ের৷ (ছবি: amitabhbachchan/Instagram)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জাভেদ আখতার নিজেই একবার অমিতাভ বচ্চনকে চলচ্চিত্রে বারবার বিজয়ের নাম দেওয়ার কারণ বলেছিলেন। জাঞ্জির ছবির চিত্রনাট্য লিখেছেন সেলিম-জাভেদ জুটি। চলচ্চিত্র সাংবাদিক ভাবনা সোমায়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে, জাভেদ আখতার বলেছিলেন যে তিনি সবকিছু জয় করেন, এই কারণেই তাঁর বেশিরভাগ ছবিতে তাকে বিজয় বলা হয়েছিল। (ছবি: amitabhbachchan/Instagram)