১৬টি ভাষায় ২০০০ গান গেয়েছেন তিনি। এদেশে তাঁর নাম জানেন না এমন লোক পাওয়া মুশকিল।
কলকাতাতেই জন্ম অলকার। মা শুভা ইয়াগনিকের কাছে প্রথম শাস্ত্রীয় সঙ্গীত শেখা তাঁর। তার পর ১০ বছর বয়সে চলে যান মুম্বইতে।
অলকার প্রেমকাহিনী অসাধারণ। শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন অলকা। অথচ ২৮ বছর ধরে তিনি স্বামীর সঙ্গে থাকেন না।
নীরজের সঙ্গে অলকার প্রথম আলাপ ট্রেনে। তার পর বন্ধুত্ব এবং প্রেম। অলকা ইয়াগনিক বিয়ে করেছিলেন শিংয়ের ব্যবসায়ী নীরজকে।
আসলে অলকাকে কাজের সূত্রে থাকতে হয় মুম্বইতে। ব্যবসার কারণে নীরজ কাপুরকে থাকতে হয় শিলংয়ে। এমন দূরত্বে থেকেও তাঁদের ভালবাসা ও সম্পর্কে কখনও ভাঁটা পড়েনি।
অলকা ও নীরজের মেয়ের নাম শেসা। তাঁরও বিয়ে হয়ে গিয়েছে।
কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে প্রচু ডুয়েট গেয়েছেন অলকা। তিনি যতই স্বামীর থেকে দূরে থাকুন না কেন, তাঁর পারিবারিক জীবন কিন্তু বেশ সুখের।
...